TRENDING:

ভাঙড়ে চটুল নাচ, বিনা অনুমতিতে অনুষ্ঠান ও অশ্লীলতার দায়ে গ্রেফতার ৩

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাঙড়: ভাঙড়ে চটুল নৃত্যের ঘটনায় তিন জনকে গ্রেফতার করল কাশিপুর থানার পুলিশ। ধৃতদের নাম শ্যামল ঘোষ, ছাগবত মোল্লা, বাপি শেখ। স্থানীয় সূত্রের খবর তিন জনই তৃণমূলের সক্রিয় কর্মী। তিনজনের বিরুদ্ধে ২৯৪ এবং ১৮৮ ধারা আনা হয়েছে৷ বিনা অনুমতিতে অনুষ্ঠান ও অশ্লীলতার জন্য অভিযোগ করা হয়েছে। পাশাপাশি ৩৫৪এ ধারায় অনিচ্ছাকৃত ভাবে গায়ে হাত দেওয়া ও ৩৫৪বি জামিন অযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে।
advertisement

মঙ্গলবার রাতে ভাঙড়ে চটুল গানের সঙ্গে অশালীন নাচের ভিডিও ভাইরাল হয়৷ তৃণমূেলর বিরুদ্ধে এই অনুষ্ঠান আয়োজনের অভিযোগ ওঠে ৷ যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীনে ভাঙড় বিধানসভা৷ সেই বিধানসভা ভিত্তিক তৃণমূলের ফল খুবই ভাল৷ যাদবপুর লোকসভার কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছেন মিমি চক্রবর্তী৷ সেই কারণেই ভাঙড়ের নিমকুড়িয়া গ্রামে বিজয়োৎসবের আয়োজন করে তৃণমূল কংগ্রেস৷ পুলিশের বিনা অনুমতিতেই অনুষ্ঠান চলছিল বলে জানা যায়৷ সেই অনুষ্ঠানে এমন চটুল গানের সঙ্গে অশালীন নাচ হয়৷

advertisement

আরও দেখুন মন মজেছে পরপুরুষে! ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

পরে পুলিশ গিয়ে অনুষ্ঠান বন্ধ করে৷ এই ঘটনার সঙ্গে দলের কোন ও যোগাযোগ নেই বলে জানিয়ে দেন স্থানীয় তৃণমূল নেতা আরাবুল ইসলাম৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাঙড়ে চটুল নাচ, বিনা অনুমতিতে অনুষ্ঠান ও অশ্লীলতার দায়ে গ্রেফতার ৩