TRENDING:

ভোটার তালিকা সংশোধনের কাজে গরমিল! এবার নামখানা ব্লকের দুই সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর

Last Updated:

অভিযোগ, নামখানা বিধানসভা কেন্দ্রের অধীনে একজন ক্লার্ক ও একজন সমবায় দফতরের ইন্সপেক্টর যারা ভোটার তালিকা সংশোধনের কাজে সরাসরি যুক্ত ছিলেন। দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এফআইআর করল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভোটার তালিকা সংশোধনের কাজে গরমিল! এবার নামখানা ব্লকের দুই সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর করল নির্বাচন কমিশন। অভিযোগ, নামখানা বিধানসভা কেন্দ্রের অধীনে একজন ক্লার্ক ও একজন সমবায় দফতরের ইন্সপেক্টর যারা ভোটার তালিকা সংশোধনের কাজে সরাসরি যুক্ত ছিলেন। দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এফআইআর করল।
Representative Image
Representative Image
advertisement

ভোটার তালিকা সংশোধনের কাজে গরমিলের তথ্য-প্রমাণ এই দুই কর্মীর বিরুদ্ধে পাওয়া গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। নামখানা, কাকদ্বীপ বিধানসভার অধীনে এই গরমিল। ইতিমধ্যেই দুই সরকারি কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সম্প্রতি কাকদ্বীপ মহকুমার সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড ও তাঁর বিরুদ্ধেও এফআইআর করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভুয়ো ভোটার ইস্যু থেকে সরছে না তৃণমূল। ভুয়ো ভোটার ইস্যুতে এবার ময়দানে নামছেন শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর বুথ লেবেল এজেন্টদের মাধ্যমে ভেরিফিকেশনে জোর দেওয়া হচ্ছে। সেই কাজে দলের প্রথম সারির নেতাদের ময়দানে নামানোর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে বুথ লেবেল এজেন্টদের প্রশিক্ষণের কাজ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার ভেরিফিকেশন করা হবে। সেই বিষয় সংগৃহীত হবে ডিজিটাল মাধ্যমে। অ্যাপে থাকা তথ্য আগামী বছর নির্বাচন পর্যন্ত বারবার পরীক্ষা করা হবে। ভুয়ো ভোটার রাজ্যে ঢোকানোর অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তাই রাজ্য জুড়ে নানা ইস্যু নিয়ে বিরোধীরা সরগরম করলেও, ভুয়ো ভোটার ধরার অভিযানে দলের নিচু তলার নেতাদের ময়দানে ব্যস্ত রাখবে শাসক দল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভোটার তালিকা সংশোধনের কাজে গরমিল! এবার নামখানা ব্লকের দুই সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল