TRENDING:

Visva Bharati University Controversy: বিশ্বভারতীতে নাট্য উৎসবে হিন্দিগানের সঙ্গে নাচগান কলাভবনের ছাত্রছাত্রীদের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! বিতর্ক চরমে

Last Updated:

Visva Bharati University Controversy:নাট্য ঘরে নাট্য মঞ্চে হিন্দি গানের সঙ্গে মেতে উঠলেন কলাভবনের পড়ুয়ারা৷ এই ঘটনা ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে৷ ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্দ্রজি‍ৎ রুজ, শান্তিনিকেতন : ফের বিতর্কে বিশ্বভারতী৷ এ বার শান্তিনিকেতনে বিশ্বভারতীর নাট্যঘরে এ বার হিন্দিগানের সঙ্গে নাচগান করলেন কলাভবনের ছাত্রছাত্রীরা৷ প্রসঙ্গত প্রথামাফিক বিশ্বভারতীতে এক সপ্তাহ ধরে নাট্য উৎসব শুরু হয়েছে৷ প্রতি বছর পুজোর ছুটি পড়ার আগে বিশ্বভারতীতে এই উৎসব হয়ে থাকে৷ সম্প্রতি কলা ভবনে উইলিয়ম শেক্সপিয়ারের ‘রোমিও জুলিয়েট’ নাটক অভিনীত হল৷ সেখানেই নাট্য ঘরে নাট্য মঞ্চে হিন্দি গানের সঙ্গে মেতে উঠলেন কলাভবনের পড়ুয়ারা৷ এই ঘটনা ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে৷ ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কিছু বলতে নারাজ।
নাট্য ঘরে নাট্য মঞ্চে হিন্দি গানের সঙ্গে মেতে উঠলেন কলাভবনের পড়ুয়ারা
নাট্য ঘরে নাট্য মঞ্চে হিন্দি গানের সঙ্গে মেতে উঠলেন কলাভবনের পড়ুয়ারা
advertisement

প্রসঙ্গত গত বছরও শারদোৎসবের নাটকে হিন্দি গানের অভিযোগ ওঠে৷ বিশ্বভারতীর কর্মিমণ্ডলের পরিচালনায় প্রতি বছর শারদোৎসবে বিভিন্ন ভবনের তরফে নাটক মঞ্চস্থ করেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা৷ সেই উৎসবে মঞ্চস্থ হওয়া এক নাটকেই হিন্দি গান ব্যবহারের অভিযোগ ওঠে৷ ৭ বছর আগে ২০১৮ সালেও বিশ্বভারতীতে হিন্দি গানের বিতর্ক দেখা দেয়৷ সে বছর শিক্ষক দিবসে লুঙ্গি ডান্সের সুরে অধ্যক্ষ ও অধ্যাপকদের নাচ, মিউজিক্যাল চেয়ার খেলা ঘিরে তীব্র বিতর্কের ঝড় ওঠে। বিশ্বভারতীর সঙ্গীত ভবনের এই ভিডিও ভাইরাল হওয়ার পরই তৈরি হয় সমালোচনার ঝড়। ওই দিনই লাভপুর কলেজেও দেখা গিয়েছিল একই ছবি।

advertisement

আরও পড়ুন : মাথায় প্রেশার কুকারের আঘাত! ছুরিতে গলা ছিন্ন! গৃহকর্ত্রীকে খুন করে বাড়িতেই স্নান! পুলিশের জালে ২ পরিচারক

চলতি বছর বিশ্বভারতীতে একাধিক খালি আসন, স্নাতকেই সব আসন এখনও পর্যন্ত ভরেনি। স্নাতকোত্তরেও সবমিলিয়ে আনুমানিক প্রায় ৬০০ আসন খালি। চলতি শিক্ষাবর্ষে বিশ্বভারতীর এ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদ ছাত্রছাত্রী থেকে শুরু করে বিশ্বভারতীর প্রাক্তনীরা। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষের আশা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিয়ম মেনে বাকি আসনও ভর্তি হয়ে যাবে। বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতীর সূত্রে জানা গিয়েছে , স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা-সহ বিভিন্ন বিভাগ নিয়ে এখানে প্রায় ৭২টি বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের পড়ানো হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে স্নাতকে আসন সংখ্যা ছিল প্রায় ১,৭৪০টি। সে আসন ভরেনি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরেও প্রায় ৬০০টি আসন এখনও পর্যন্ত ফাঁকা পড়ে রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Visva Bharati University Controversy: বিশ্বভারতীতে নাট্য উৎসবে হিন্দিগানের সঙ্গে নাচগান কলাভবনের ছাত্রছাত্রীদের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! বিতর্ক চরমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল