TRENDING:

Visva Bharati Santiniketan: বোলপুর বেড়াতে যাচ্ছেন? সুখবর রয়েছে আপনার জন্য!

Last Updated:

Visva Bharati Santiniketan: এবার থেকে সপ্তাহে ছ’দিন খোলা থাকবে বিশ্বভারতীর রবীন্দ্রভবন-সহ উত্তরায়ণ কমপ্লেক্স। পর্যটকদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বোলপুর শান্তিনিকেতন পর্যটকদের কাছে সবসময় প্রিয় একটি ভ্রমণ ডেস্টিনেশন। তবে এবার যদি আপনি বোলপুর আসেন তাহলে এই খুশির খবর আপনার জন্য। এবার থেকে সপ্তাহে ছ’দিন খোলা থাকবে বিশ্বভারতীর রবীন্দ্রভবন-সহ উত্তরায়ণ কমপ্লেক্স। পর্যটকদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বভারতীর জনসংযোগ বিভাগের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে,চলতি মাসে নয়া নিয়ম চালু হচ্ছে।
advertisement

কবে বন্ধ থাকছে রবীন্দ্রভবন-সহ উত্তরায়ণ কমপ্লেক্স! এই বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহের বাকি দিনগুলি পর্যটকদের জন্য খোলা থাকবে রবীন্দ্রভবন-সহ উত্তরায়ণ কমপ্লেক্স। শান্তিনিকেতনে পর্যটকদের বিশেষ বিশেষ স্থানের মধ্যে অন্যতম ঐতিহ্যে ঘেরা বিশ্বভারতীর এই উত্তরায়ণ কমপ্লেক্স। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি বাড়ি উদয়ন, উদীচী, পুনশ্চ, শ্যামলী, কোনার্ক রয়েছে এখানে। পাশাপাশি রয়েছে সংগ্রহশালাও।

advertisement

আরও পড়ুন: হাতে একদিনের ছুটি? খরচ নামমাত্র পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন মামা ভাগ্নে পাহাড়

কী রয়েছে এই সংগ্রহশালাই! রবীন্দ্রনাথের পাওয়া বিভিন্ন স্মারক, তাঁর ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সংরক্ষিত রয়েছে এখানে। রয়েছে তাঁর নোবেলের রেপ্লিকাও। এখানে কাচে ঘেরা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়িও। এই গাড়ি দেখতে প্রত্যেকদিন দূর দূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন। বিভিন্ন সময় রূপ বদলায় এই শান্তিনিকেতন। বর্ষা হোক বা শরৎ-হেমন্ত-বসন্ত— ঋতুরঙ্গে নানা রূপ নেয় কবিগুরুর শান্তিনিকেতন। এই বর্ষার সময় বিভিন্ন গাছের সমারোহে সেজে ওঠে শান্তিনিকেতন।

advertisement

View More

আরও পড়ুন: অ্যাম্বুলেন্স এর মত সাইরেন বাজিয়ে ছুটে আসছে টোটো,কারণ জানলে অবাক হবেন

ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে বিশ্বভারতীকে। তার পরেই বিশ্বভারতীর তরফ থেকে বেশ কয়েকটি জায়গায় সাধারণের প্রবেশ এর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। নির্দিষ্ট যে সমস্ত জায়গায় পর্যটকের প্রবেশাধিকার রয়েছে, তার মধ্যে অন্যতম উত্তরায়ণ কমপ্লেক্স। সেখানে পর্যটকদের প্রবেশের সুযোগ আরও একটু বাড়ল। পাঁচ দিনের বদলে এ বার ছ’দিন সেখানে প্রবেশাধিকার পাবেন পর্যটকরা। তাতেই কার্যত খুশির হাওয়া পর্যটকদের মধ্যে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সিঁথিতে উঠল সিঁদুর, ২৮ জোড়া নব দম্পতির নতুন সংসারের সব গুছিয়ে দিলেন উদ্যোক্তারা
আরও দেখুন

সৌভিক রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Visva Bharati Santiniketan: বোলপুর বেড়াতে যাচ্ছেন? সুখবর রয়েছে আপনার জন্য!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল