TRENDING:

Visva Bharati: ধনী-গরিব, সবাই সমান! সকলকে পড়তে হয় খোলা আকাশের নিচে, এমন শিক্ষাকেন্দ্র রয়েছে কেবল বীরভূমেই

Last Updated:

Visva Bharati: নিয়ম মেনে আজও খোলা আকাশের নীচে পঠন-পাঠন হয় বোলপুর শান্তিনিকেতনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি রীতিনীতি বজায় রয়েছে আজও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বোলপুরের বিশ্বভারতী শান্তিনিকেতন আর এই বিশ্বভারতীর শান্তিনিকেতন ভ্রমণের জন্য প্রত্যেকদিন হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটক ছুটে আছেন এখানে। আর এই বোলপুর বিশ্বভারতীতে একমাত্র হয়ে থাকে প্রকৃতির নীচে পঠনপাঠন। যেখানে গরিব, ধনী এবং মধ্যবিত্ত দেখা হয় না খোলা আকাশের নীচে চলে শিক্ষা অর্জন।
advertisement

প্রচলিত ক্লাসরুমের থেকে একদম আলাদা এই ক্লাস রুম। খোলা মাঠ, গাছপালা এবং ছাত্র-ছাত্রীরা মাটিতে বসে ক্লাস করছে যেখানে স্কুলের ঘন্টা পড়ার কোন হিড়িক নেই। প্রকৃতির মাঝে বসে থাকা এবং তারই মাঝে ক্লাস করা এই যে এক অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রকৃতির বুকে এই ক্লাসরুমের শুরু করেছিলেন। তিনি মনে করতেন পাখির ডাক, গাছের আওয়াজ, গাড়ির শব্দ এইসব কিছুই পড়াশোনার একটি অংশ। অন্যদিকে তিনি মনে করতেন শিক্ষকরা শুধু তথ্য দেন না বরং শিক্ষক প্রকৃতির সঙ্গে ছাত্রছাত্রীদের যোগসূত্র গড়ে তোলেন।

advertisement

আরও পড়ুন: বাদাম কাকু অতীত! এবার বীরভূমে খোঁজ মিলল ‘বাদাম সাইকেল মিস্ত্রি’র! প্রতিভা শুনলে চমকে যাবেন

প্রকৃতির মাঝে এই স্কুলে কোনরকম ঘন্টা বাজে না, নেই নিয়মের কড়াকড়ি, একদিকে যেমন স্বাধীনতা রয়েছে ঠিক তেমনই একটি শৃঙ্খলা রয়েছে এই প্রকৃতির মাঝে পড়াশোনার। প্রকৃতির মাঝে পড়াশোনা করলে এক ছন্দ খুঁজে পায় ছাত্র-ছাত্রীরা। প্রকৃতির মাঝে পড়াশোনার এক আলাদা ঐতিহ্য রয়েছে যেমন মাটিতে দাগ কেটে অঙ্ক শেখা গাছপালা দেখে বিজ্ঞানের জ্ঞান নেওয়া। এক কথায় ক্লাসরুমের মধ্যে যে সমস্ত বিষয় শেখান হয় সেই সমস্ত বিষয় প্রকৃতির মাঝে প্রকৃতিকে দেখিয়ে শেখানোর জন্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূমে এসে উদ্যোগ নিয়েছিলেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মূলত এভাবে শিক্ষার একটা গুণ রয়েছে যেমন ছাত্র-ছাত্রীরা প্রকৃতির মাঝে নিজেকে মিলিয়ে নিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক শিক্ষার কথা ভেবেছিলেন যেখানে ছাত্র-ছাত্রীরা চার দেওয়ালের বাইরে এসে প্রকৃতির মাঝে নিজেদের শিক্ষা অর্জন করবে। রবীন্দ্রনাথ ঠাকুর ভাবতেন শিক্ষা শুধু বইয়ের মধ্যে আটকে থাকবে না সেটা জীবনকে ছুঁয়ে থাকবে বিশ্বভারতীর পাঠভবনের খোলা আকাশের সেই ক্লাস পুরানো সেই দর্শনের এক জীবন্ত রূপ যেটা আজও চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Visva Bharati: ধনী-গরিব, সবাই সমান! সকলকে পড়তে হয় খোলা আকাশের নিচে, এমন শিক্ষাকেন্দ্র রয়েছে কেবল বীরভূমেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল