এই প্রদর্শনীতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা ৮০ টি ছবি। আর এই মর্মেই একটি প্রেস বিবৃতি জারি করে বেশ কয়েকদিন আগে জানিয়ে দেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক।বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে পাণ্ডুলিপি-সহ রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একশোর বেশি ছবি রয়েছে বিশ্বভারতীর রবীন্দ্র ভবনের স্ট্রংরুমে। তার থেকেই ৮০ টি ছবি নিয়ে প্রদর্শনীর সিদ্ধান্ত নেয় বিশ্বভারতীর কলাভবন ও হেরিটেজ সেল।
advertisement
প্রসঙ্গত, ২০১১ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল যখন শান্তিনিকেতন ভ্রমণে এসেছিলেন। তখনই শেষবারের জন্য আয়োজন করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির প্রদর্শনীর। তার ১৩ বছর পর ফের চলেছে সেই প্রদর্শনী। স্বাভাবিকভাবেই এই প্রদর্শনীর কথা ঘোষণা হতেই খুশির হাওয়া রবীন্দ্রপ্রেমীদের মধ্যে।
আরও পড়ুন : ‘এঁরা’ মুখে দিলেই উপকারী বিট চরম ক্ষতিকর! কোন রোগে এই লাল সবজি খেলেই ঝাঁঝরা শরীর? জানুন
তবে কোথায় হচ্ছে এই প্রদর্শনী! বোলপুর শান্তিনিকেতন এর কলাভবনের গ্রাউন্ড ফ্লোরের প্রদর্শনী হলে এর আয়োজন করা হয়েছে। সকাল ১০.৩০ থেকে বেলা ০১:৩০ এবং বেলা ০২:৩০ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত প্রদর্শনী চলবে। তাই বোলপুর এলে এই সময়অবশ্যই ঘুরে আসুন প্রদর্শনী থেকে।