TRENDING:

লেগেই থাকত দুর্ঘটনা, মুক্তি পেতে ট্রেন আটকে অকাল বিশ্বকর্মা পুজো! কোথায়, কখন হয় জানেন?

Last Updated:

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই পুজোর ফলে এলাকায় কোনও ট্রেন দুর্ঘটনা ঘটেনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কদম্বগাছি, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলমঃ সারা বছর ট্রেন দুর্ঘটনা লেগেই থাকত। তাই ট্রেন আটকে অকাল বিশ্বকর্মা পুজো শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ট্রেন দুর্ঘটনা থেকে মুক্তি পেতে ট্রেন দাঁড় করিয়ে এই অকাল বিশ্বকর্মা পুজো হয় শিয়ালদহ হাসনাবাদ শাখার কড়েয়া কদম্বগাছি রেল স্টেশনের পাশে হেমন্ত বসু নগরে।
ট্রেন দুর্ঘটনা থেকে মুক্তি পেতে অকাল বিশ্বকর্মা পুজো। প্রতীকী ছবি
ট্রেন দুর্ঘটনা থেকে মুক্তি পেতে অকাল বিশ্বকর্মা পুজো। প্রতীকী ছবি
advertisement

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই পুজোর ফলে এলাকায় কোনও ট্রেন দুর্ঘটনা ঘটেনি। রেলপাড়ের বাসিন্দারা শান্তিতে থাকতে বছরের পর বছর এই পুজো চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ ঐতিহ্যের তাঁত আজ ম্লান, থমকে মেশিনের চাকা! ‘সুদিন’ ফিরবে কবে? সরকারের মুখ চেয়ে পটাশপুরের তাঁতশিল্পীরা

এই পুজোর তেমন কোনও মন্ত্র না থাকায় সর্বদেবতার মন্ত্র একত্রিত করে ভক্তি মন্ত্রে পূজিত হন বিশ্বকর্মা। রেললাইনের উপর দুধ, গঙ্গাজল, ফুল, বাতাসা দিয়ে ভক্তি ভরে এই পুজো করা হয়। প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ শনিবার এই পুজোর আয়োজন করা হয়।

advertisement

কড়েয়া কদম্বগাছি রেল স্টেশনের পাশে হেমন্ত বসু নগরে বছরভর ট্রেন দুর্ঘটনা লেগেই থাকত। এরপরেই এলাকাবাসী একত্রিত হয়ে ট্রেন আটকে অকাল বিশ্বকর্মা পুজো শুরু করেন। এই পুজোর ফলে এলাকায় কোনও ট্রেন দুর্ঘটনা ঘটেনি বলে দাবি স্থানীয়দের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লেগেই থাকত দুর্ঘটনা, মুক্তি পেতে ট্রেন আটকে অকাল বিশ্বকর্মা পুজো! কোথায়, কখন হয় জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল