লোকাল চলন্ত ট্রেনেই বিশ্বকর্মা পুজোর এমন আয়োজন করা হয় রাজ্যে। ৩৭৯১৪ ডাউন কাটোয়া লোকালে ব্যান্ড বাজনার সঙ্গে একটু নাচানাচির পর ট্রেনে উঠেন যাত্রা। কাটোয়া থেকে প্রায় তিন ঘন্টার যাত্রা পথে নানা ঘটনার সাক্ষী থাকেন নিত্য যাত্রীরা। প্রতিদিন ট্রেনে করে কর্মস্থলে পৌঁছে যান সবাই। আবার দেখা হয় পরদিন একই সময়। বয়সের বাধা নেই, একটা অন্যরকম বন্ধুত্ব গড়ে ওঠে ট্রেনেই। সেই ট্রেনের চার নম্বর কামরার নিত্যযাত্রীরা মূর্তি এনে ট্রেনের কামরার ভিতরই পুজো করেন বছর বছর।
advertisement
আরও পড়ুন: পুজোর আগেই বিরিয়ানির দোকানে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা! ছুটে এল সিভিক, তারপর…
করোনার সময় ট্রেন বন্ধ থাকায় তাতে ছেদ পড়ে ছিল। তবে এখন আবার হচ্ছে প্রতি বছর। রীতিমতো ঢাকঢোল কাঁসর বাজিয়ে পুরোহিতের মন্ত্রোচ্চারণে যন্ত্রের দেবতার পুজো হয়। আর পুজো শেষে প্রসাদ মিষ্টির প্যাকেট ছিল সব যাত্রীদের জন্য। ট্রেন তাদের প্রতিদিন গন্তব্যে পৌঁছে দেয়, সেই যাত্রা যাতে শুভ হয় সময়ে ট্রেন চলে সেই উদ্দেশ্যেই বিশ্বকর্মা পুজো করেন এই ট্রেনের আরও দুটি কামরার যাত্রীরা।
আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোয় বাঁকুড়ায় হিট জাম্বো জিলিপি, ওজন ৪ কেজি, স্বাদে অতুলনীয়! জানুন কত পড়ছে দাম
ওই লোকাল ট্রেনের নিত্যযাত্রী প্রশান্ত রায় জানিয়েছেন, তারা এই পুজো ২৫ বছর ধরে করে আসছেন। আগামী দিনেও করবেন। যতদিন তারা ট্রেনে যাতায়াত করবেন এই পুজো করে যাবেন।