TRENDING:

Vishalakshi Temple: নবরূপে সজ্জিত কাকদ্বীপের বিশালাক্ষী মন্দির, ঘুরে আসতে পারেন আপনিও 

Last Updated:

Vishalakshi Temple:নবরূপে সকলের জন্য খুলে গেল কাকদ্বীপের বিশালাক্ষী মন্দিরের দরজা। সুসজ্জিত এই মন্দির থেকে ঘুরে আসতে পারেন আপনিও‌। কাকদ্বীপের হাসপাতাল মোড়ের কাছে নির্মিত হয়েছে এই মন্দির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবাব মল্লিক, কাকদ্বীপ: নবরূপে সকলের জন্য খুলে গেল কাকদ্বীপের বিশালাক্ষী মন্দিরের দরজা। সুসজ্জিত এই মন্দির থেকে ঘুরে আসতে পারেন আপনিও‌। কাকদ্বীপের হাসপাতাল মোড়ের কাছে নির্মিত হয়েছে এই মন্দির। ইতিমধ্যে ঘটা করে এই মন্দিরের উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে কাকদ্বীপে শোভাযাত্রা বার করা হয়। ছিল ছৌ নাচের আয়োজনও। সুন্দরবন এলাকায় দেবী বিশালাক্ষীর প্রভাব অপরিসীম। কৃষক, জেলে, মৌয়ালি-সহ একাধিক পেশার সঙ্গে যুক্ত মানুষজন বিশালাক্ষী দেবীকে ভক্তিসহকারে পুজো করে থাকেন।
advertisement

অতীতে কাকদ্বীপের এই এলাকায় কালনাগিনী নদীর তীরে ছিল জঙ্গল। সেই সময় থেকে স্থানীয়রা এখানে দেবীর পুজো করতেন‌। সাম্প্রতিক কালে ২০২১-এর পর থেকে শুরু হয় নতুন রূপে মন্দির নির্মাণের কাজ।

আরও পড়ুন : কুল দেখলেই জিভে জল? কিন্তু কারা কুল খেলেই বারোটা বেজে ঝাঁঝরা শরীর? কোন রোগে এই ফল খেলে চরম বিপদ? জানুন

advertisement

মন্দিরের উদ্বোধন উপলক্ষে বিশ্বশান্তি যজ্ঞের আয়োজন করা হয়েছিল। যা নিয়ে উদ্যোক্তাদের দাবি, পৃথিবীর বুকে শান্তি ফিরিয়ে আনতে মায়ের কাছে প্রার্থনা জানাতে এই শান্তি যজ্ঞের আয়োজন করা হয়েছিল। উদ্বোধনের পর থেকেই এই মন্দির দেখতে আসছেন অনেকেই।

এই মন্দির প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এই মন্দির নির্মাণে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। আগামী দিনে এই মন্দির কাকদ্বীপের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vishalakshi Temple: নবরূপে সজ্জিত কাকদ্বীপের বিশালাক্ষী মন্দির, ঘুরে আসতে পারেন আপনিও 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল