TRENDING:

Viral Video : বাঁশের জিনিস বানিয়েই দিন কাটে মহিলার! পঞ্চায়েত সহ-সভাপতি তিনি! এত সাদা-মাটা জীবন! চমকে যাবেন

Last Updated:

Viral Video: পঞ্চায়েতের সহ-সভাপতি যেন একেবারে মাটির মানুষ! এমনটাও হয়? দেখুন ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হয়েও নিজের শিল্পের কাজ করেই সংসার চালাচ্ছেন জ্যোৎস্না কালিন্দী। তার এই সাদামাটা জীবনের গর্বিত এলাকার মানুষেরাও। পুরুলিয়ার ঝালদা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। স্বামী ও তিন সন্তান নিয়ে তার বসবাস। পঞ্চায়েতের দায়িত্বভার নিপুনভাবে সামলানোর পাশাপাশি তিনি নিজের হস্তশিল্পের কাজ করে চলেছেন নিত্যদিন। বাঁশ কেটে নিখুঁতভাবে বাঁশের তৈরি নানান সাংসারিক সরঞ্জাম তৈরি করেন তিনি। নিজের পেশাকে ছাড়তে একেবারেই নারাজ তিনি।‌
advertisement

এ বিষয়ে জ্যোৎস্না কালিন্দী বলেন , তিনি পঞ্চায়েত ভোটে লড়াই করে জিতে সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন। কিন্তু তিনি নিজের পেশাকে ছাড়তে পারেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে যেভাবে কাজ করে চলেছেন সেই ভাবেই এলাকার মানুষদের জন্য কাজ করব। এলাকার মানুষদের জন্য ঘরবাড়ি , রাস্তাঘাট তৈরি করার জন্য দিদির কাছে অনুরোধ জানিয়েছি।

advertisement

আরও পড়ুন:  ১৫টি পরিবারের ৪০জন আক্রান্ত ডেঙ্গিতে! মশারি টাঙিয়ে চলছে গৃহস্থালির কাজ! ভিডিও চমকে দেবে

এ বিষয়ে প্রতিবেশীরা জানিয়েছেন , তারা অনেকটাই আশা নিয়ে জ্যোৎস্না কালিন্দীকে ভোটে দাঁড় করিয়েছেন। তাদের সমস্যা দ্রুত সমাধান হবে এমনটাও আশা করছেন তারা। এ বিষয়ে ঝালদা দু’নম্বর ব্লক সভাপতি দীপক সিং বলেন‌, অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার কর্মসূচির সময় বলেছিলেন সমাজে পিছিয়ে পড়া শ্রেণিদের দলে জায়গা দেবেন। সেই মতোই সহ-সভাপতি হিসেবে তাকে জায়গা করে দেওয়া হয়েছে। সহ-সভাপতির সমস্ত কাজে পাশে থাকার চেষ্টা করব।

advertisement

View More

আরও পড়ুন: 

ঝালদা দু’নম্বর ব্লক এর সহ-সভাপতি হয়েও একেবারেই সাদামাটা জীবন যাপন করছেন জ্যোৎস্না কালিন্দী। লড়াই ও সংগ্রামের মধ্যে দিয়েই জোগাড় করছেন নিজের রুটি রুজির। পাশাপাশি পঞ্চায়েতের কাজও সামলাচ্ছেন তিনি। তার কর্মকাণ্ডে গর্বিত গোটা এলাকার মানুষেরা।

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video : বাঁশের জিনিস বানিয়েই দিন কাটে মহিলার! পঞ্চায়েত সহ-সভাপতি তিনি! এত সাদা-মাটা জীবন! চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল