আসল নাম শুভাশিস ভান্ডারী৷ নগরী গ্রামের বাসিন্দারা অবশ্য তাঁকে 'বুড়ো ভান্ডারী' বলেই চেনেন৷ একসময়ে অন্যের দোকানে কাজ করা শুভাশিস এখন নিজেই গ্রামে সেলুন খুলে ফেলেছেন৷ খদ্দেরদের বাহারি স্টাইলের আবদার যেমন মেটান, তেমনই আয়না দেখে নিজেই নিজের চুল কাটেন৷
দিনকয়েক আগে শুভাশিসের চুল কাটার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এক খদ্দের৷ তারপর থেকেই ভাইরাল সিউড়ির যুবক৷ আয়না দেখে নিজেই নিজের চুল কাটা-শুভাশিসের এই কীর্তি দেখে হতবাক নেট নাগরিকরাও৷
advertisement
কিন্তু নিজের চুল কাটার এই টেকনিক শিখলেন কীভাবে শুভাশিস? লাজুক হাসিমাখা মুখে যুবক বলছেন, গত ১৩ বছর ধরে এটা তাঁর অভ্য়েস৷ কারণ অন্য কারও চুল কাটার স্টাইল তাঁর মনেই ধরত না৷ একদিন তাই কাঁচি-চিরুণি নিয়ে, নিজেই নিজের চুলে হাত লাগালেন৷ ব্যাস, তারপরই কেল্লা ফতে৷
স্থানীয়রাও শুভাশিসের সেলুনে চুল কাটতে ভালবাসেন৷ তাঁদের মতে, যে নিজের চুল নিয়ে এত আগ্রহী, সে গ্রাহকদের চুল নিঁখুতভাবেই কাটবেন৷ তাই শুভাশিসের সেলুনে ১০ টাকার খদ্দের যেমন রয়েছেন, তেমনই রয়েছেন ১০০ টাকার খদ্দেরও৷
SUPRATIM DAS
