TRENDING:

Viral: বিধায়কের সঙ্গে বচসা! ভাতারে যুবককে ধরতে গিয়ে মার খেতে হল পুলিশকেই! ভিডিও ভাইরাল

Last Updated:

Viral: ভাতারে বিধায়কের বিবাদ থামাতে গিয়ে এবার 'আক্রান্ত' হতে হল খোদ পুলিসকেই। জানা যাচ্ছে এক যুবককে ধরতে গিয়ে রীতিমতো মার খেতে হল পুলিশকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাতার: ভাতারে বিধায়কের বিবাদ থামাতে গিয়ে এবার ‘আক্রান্ত’ হতে হল খোদ পুলিসকেই। জানা যাচ্ছে এক যুবককে ধরতে গিয়ে রীতিমতো মার খেতে হল পুলিশকে। আর সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাতারের ভিডিও ভাইরাল
ভাতারের ভিডিও ভাইরাল
advertisement

জানা যাচ্ছে যে যুবককে ধরতে গিয়ে এই কাণ্ড তাঁর নাম শেখ সাদ্দাম। বাড়ি ভাতারের আলিনগরে। অভিযোগ তার পারিবারিক সমস্যা মেটাতে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর কাছে আসে ওই যুবক। সেখানেই বিধায়কের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে ওই যুবক। বিধায়ককে শারীরিকভাবে হেনস্থা করে বলেও চাউর হয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে ধরতে গেলে সে উল্টে পুলিশকেই বেধড়ক মারধর করে বলেও অভিযোগ।

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক অস্বাভাবিক আচরণ করছিল। তার মানসিক সমস্যা রয়েছে বলেও প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। ভাতার হাসপাতালে চিকিৎসার পর তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। যদিও ওই যুবকের দাবি, বিধায়ক তাকে পাগল সাজানোর চেষ্টা করছে।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এই বিষয়ে যোগাযোগ করা হলে বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, আমাকে মারধর করার কথা ভিত্তিহীন। ওই যুবক অস্বাভাবিক আচরণ করছিল। বাসের তলায় চলে যাচ্ছিল। তাই দেখে আমিই পুলিশকে ডেকে তাকে চিকিৎসা করানোর কথা বলি।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral: বিধায়কের সঙ্গে বচসা! ভাতারে যুবককে ধরতে গিয়ে মার খেতে হল পুলিশকেই! ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল