TRENDING:

West Bengal News|| মাত্র ১ টাকায় পেটপুরে মাছ-ভাত! কোথায় এমন উদ্যোগ? জানুন...

Last Updated:

Unlimited fish and rice meal at only one rupees: অভিনব এই উদ্যোগের উদ্বোধন হয় শুক্রবার। এ দিন কম করে ১০০ জনের খাবারের আয়োজন করা হয়। সংস্থার তরফ থেকে দেওয়া খাবারের মেনুতে রয়েছে ভাত, ডাল, তরকারি, মাছ, চাটনি, পাপড় ইত্যাদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: বীরভূমের মত প্রত্যন্ত জেলায় অজস্র মানুষ আর্থিক অসচ্ছলতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। আর্থিক ভাবে পিছিয়ে পড়া এই সকল মানুষদের প্রতি নিয়ত জীবনের সঙ্গে লড়াই করে বাঁচতে হয়। বহু মানুষকেই লক্ষ্য করা যায় রাস্তাঘাটে ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করতে। এ বার এই সকল মানুষদের পাশে দাঁড়ালেন সিউড়ির কয়েকজন যুবক।
advertisement

সিউড়ির একের পল্লী এলাকায় হাতেগোনা ১০ থেকে ১২ জন যুবক মিলে তৈরি করেছেন টাইগার সেবা সংঘ নামে স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার তরফে এলাকার একটি জায়গায় একটি আশ্রমের মত তৈরী করা হয়েছে। যেখানে তারা আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য পেটপুরে খাওয়া-দাওয়ার আয়োজন করেছেন।

আরও পড়ুন: বুথ ফেরত ইভিএম উলুধ্বনিতে স্বাগত তৃণমূল কর্মীদের, ভোট লুঠের অভিযোগ বিরোধীদের

advertisement

অভিনব এই উদ্যোগের উদ্বোধন হয় শুক্রবার। এ দিন কম করে ১০০ জনের খাবারের আয়োজন করা হয়। সংস্থার তরফ থেকে দেওয়া খাবারের মেনুতে রয়েছে ভাত, ডাল, তরকারি, মাছ, চাটনি, পাপড় ইত্যাদি। যুবকেরা জানিয়েছেন, বর্তমানে বহু মানুষের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে অনেকেই কষ্টের সঙ্গে দিন কাটাচ্ছেন। তাদের কথা মাথায় রেখেই আমরা এমন মধ্যাহ্নভোজনের আয়োজন করেছি।

advertisement

সপ্তাহের প্রতি শুক্রবার আমরা এই মধ্যাহ্নভোজন করাব মাত্র এক টাকার বিনিময়ে। এই যুবকদের এমন অভিনব উদ্যোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারাও অত্যন্ত আনন্দিত। তারা জানিয়েছেন, এ হেন উদ্যোগের প্রশংসা না করে থাকা যায় না। খুবই ভাল চিন্তা ভাবনা। আমরাও এই এলাকার আশেপাশে থাকি। এই সকল যুবকদের এই উদ্যোগ দেখে আমরাও পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মাধব দাস

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News|| মাত্র ১ টাকায় পেটপুরে মাছ-ভাত! কোথায় এমন উদ্যোগ? জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল