সিউড়ির একের পল্লী এলাকায় হাতেগোনা ১০ থেকে ১২ জন যুবক মিলে তৈরি করেছেন টাইগার সেবা সংঘ নামে স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার তরফে এলাকার একটি জায়গায় একটি আশ্রমের মত তৈরী করা হয়েছে। যেখানে তারা আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য পেটপুরে খাওয়া-দাওয়ার আয়োজন করেছেন।
আরও পড়ুন: বুথ ফেরত ইভিএম উলুধ্বনিতে স্বাগত তৃণমূল কর্মীদের, ভোট লুঠের অভিযোগ বিরোধীদের
advertisement
অভিনব এই উদ্যোগের উদ্বোধন হয় শুক্রবার। এ দিন কম করে ১০০ জনের খাবারের আয়োজন করা হয়। সংস্থার তরফ থেকে দেওয়া খাবারের মেনুতে রয়েছে ভাত, ডাল, তরকারি, মাছ, চাটনি, পাপড় ইত্যাদি। যুবকেরা জানিয়েছেন, বর্তমানে বহু মানুষের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে অনেকেই কষ্টের সঙ্গে দিন কাটাচ্ছেন। তাদের কথা মাথায় রেখেই আমরা এমন মধ্যাহ্নভোজনের আয়োজন করেছি।
সপ্তাহের প্রতি শুক্রবার আমরা এই মধ্যাহ্নভোজন করাব মাত্র এক টাকার বিনিময়ে। এই যুবকদের এমন অভিনব উদ্যোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারাও অত্যন্ত আনন্দিত। তারা জানিয়েছেন, এ হেন উদ্যোগের প্রশংসা না করে থাকা যায় না। খুবই ভাল চিন্তা ভাবনা। আমরাও এই এলাকার আশেপাশে থাকি। এই সকল যুবকদের এই উদ্যোগ দেখে আমরাও পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
মাধব দাস