৪৩ বছর আগে মারা গিয়েছেন প্রপিতামহ। প্রপিতামহের নামে থাকা জমির বর্তমান শরিক মোট ২৩ জন। কিন্তু অপর ২২ জন শরিককে বঞ্চিত করে ৪৩ বছর আগে মৃত প্রপিতামহ সেজে সেই জমি নিজের স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগ উঠল পেশায় সিভিক কর্মী এক শরিকের বিরুদ্ধে। বাঁকুড়ার পাত্রসায়ের থানার মামুদপুর গ্রামের এই ঘটনা সামনে আসতেই সিভিকের এই কীর্তি জানিয়ে বাঁকুড়ার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন অন্যান্য শরিকেরা।
advertisement
আরও পড়ুন: ফের কোটি কোটি টাকা উদ্ধার, জানালা দিয়ে ৫০০ টাকার বান্ডিল ছুড়লেন ইঞ্জিনিয়ার! মারাত্মক কাণ্ড কোথায়?
বাঁকুড়ার পাত্রসায়ের থানার মামুদপুর গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ কারক গত ১৯৮২ সালের জুন মাসে মারা যান। পরবর্তীতে বিভিন্ন কারনে তাঁর মালিকানাধীন ১ একর ১৯ শতক জমি তাঁর ২ ছেলের নামে রেকর্ড করা হয়নি। বর্তমানে নাতি ও নাতির ছেলে মেয়ে মিলিয়ে ওই জমির মোট শরিকের সংখ্যা ২৩ জন। সম্প্রতি ওই জমির উপর দিয়ে গ্যাসের পাইপলাইন বসানোর প্রক্রিয়া শুরু হয়। স্বাভাবিকভাবে জমির নথিপত্র সংগ্রহ শুরু করেন শরিকেরা। আর তখনই দেখা যায় জমির বেশিরভাগ অংশেরই মালিক হয়ে বসে রয়েছেন শরিকদেরই অন্যতম পেশায় পাত্রসায়ের থানার সিভিক কর্মী দীনবন্ধু কারকের স্ত্রী অন্তরা কারক।
আরও পড়ুন: লাগাতার বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের ৪ জেলায় দুর্যোগের আশঙ্কা, ভাসবে উত্তর! আবহাওয়ার বড় খবর
নথিপত্র ঘেঁটে দেখা যায় ২০২৪ সালের আগষ্ট মাসে নিজের ছবি সাঁটিয়ে দীনবন্ধু কারক নামের ওই সিভিক কর্মী ৪৩ বছর আগে মৃত প্রপিতামহ রামকৃষ্ণ কারক সেজে সই করে জমির বেশিরভাগ অংশই রেজিস্ট্রি করে দিয়েছেন নিজের স্ত্রী অন্তরা কারকের নামে। সিভিকের এমন কীর্তি চোখে পড়তেই চক্ষু চড়কগাছ অন্যান্য শরিকদের। সিভিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে খোদ বাঁকুড়ার পুলিশ সুপারের দ্বারস্থ হন অন্যান্য শরিকেরা। নিজের ছবি ব্যবহার করে ৪৩ বছর আগে মৃত ব্যক্তির নামে সই করে কীভাবে ওই সিভিক কর্মী জমি হাতিয়ে নিল সেই প্রশ্ন তুলেছেন অন্যান্য শরিকেরা।
জমি রেজিস্ট্রি দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শরিকদের একাংশ। বিষয়টি ফাঁস হতেই চরম অস্বস্তি পড়েছেন অভিযুক্ত সিভিক কর্মী। তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কার্যত কোনও উত্তরই দিতে পারেননি। এই অবস্থায় ওই সিভিকের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নেয় আপাতত সেদিকেই তাকিয়ে অন্যান্য শরিকেরা।
দেবব্রত মণ্ডল