অভিযোগ, স্বাস্থ্য দফতরের আশা কর্মীরা তাদের বাড়িতে থাকার নির্দেশ দেন। গ্রামবাসীরা সেই নির্দেশ মানতে নারাজ। তারা জানিয়ে দেয় গ্রামের পোলাডাঙ্গা স্কুলে তাদের থাকতে হবে। ওই শ্রমিকরা রাজি না হওয়ায় তাদের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। জলঙ্গি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ৫জন শ্রমিককে পোলাডাঙ্গা স্কুলে নিয়ে এসে কোয়ারেন্টাইন রাখা হয়।
advertisement
ওই ৫ যুবক কোয়ারেন্টাইন সেন্টারে যেতে নারাজ হওয়ার পর গ্রামবাসীরা চড়াও হয় তাদের বাড়ি ভাঙচুর করে। পরিযায়ী শ্রমিকের মা শেফালী বিবি বলেন, বাড়িতেই স্বাস্থ্য দফতর কর্মীরা এসেছিলেন। তারা বাড়িতে থাকারই নির্দেশ দিয়েছিল। গ্রামের লোকেরা স্কুলে থাকার জন্য চাপ দিতে থাকে। তাদের রাজি না হওয়ায় রাতের অন্ধকারে বাড়ি এসে ভাঙচুর করে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 04, 2020 6:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোয়ারেন্টাইন সেন্টারে না থাকায় পরিযায়ী শ্রমিকদের বাড়ি ভাঙচুর করল গ্রামবাসীরা
