বেশ কয়েক মাস ধরে, শিলাবতীর নদীর উপর থাকা অস্থায়ী সাঁকো ভেঙে বিপত্তি ঘটে। কাঠের সেতু দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল। প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি, গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে চাঁদা করে সংস্কারের কাজ করলেন। স্বাভাবিকভাবেই বেশ উপকার হবে সাধারণ মানুষের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামের কাঠের সাঁকোটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল। নদীর উপর দিয়ে বিপজ্জনকভাবে যাতায়াত করতে হত এলাকার ৮ থেকে ১০ টি গ্রামের মানুষকে।
advertisement
আরও পড়ুন: ঘরে বসেই হাজার হাজার টাকা রোজগার! কলেজ পড়ুয়ার দুর্দান্ত বিজনেস আইডিয়া, দেখলে অবাক হয়ে যাবেন আপনিও
জানা গিয়েছে, এই শিলাবতী নদীর এক প্রান্তে গুরুত্বপূর্ণ হাসপাতাল, পঞ্চায়েত, অফিস সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর রয়েছে। অন্যদিকে রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গ্রাম। কিন্তু নদীর উপর এই সাঁকো ভেঙে যাওয়ার ফলে দূর দিয়ে ঘুরে যেতে হত। তবে প্রশাসনের উপর ভরসা না করে নিজেরাই গ্রাম থেকে চাঁদা তুলে সাঁকো তৈরি করে। ফলে নদীর অপর প্রান্তে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য মানুষজনের পারাপার হতেই সুবিধা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামবাসীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনের আধিকারিকেরা। দ্রুত আসু সমস্যার সমাধান করবে বলেও জানানো হয়েছে। তবে গ্রামবাসীদের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। আসন্ন বর্ষার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছে ওয়াকিবহালমহল।
রঞ্জন চন্দ