তবে এই প্রথম নয়, কিছুদিন আগে মালদহতেও খারাপ রাস্তায় অ্যাম্বুল্যান্স ঢুকতে না পারায় এ ভাবে কাঁধে করে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে মৃত্যু হয়েছিল এক তরুণীর৷ একই ঘটনা ঘটেছিল বাঁকুড়াতেও৷
সরকারি তৎপরতায় রাস্তা সংস্কারে কোটি কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তারপরেও উঠে আসছে বেহাল রাস্তার ছবি। কান্দি থানার হিজল গ্রাম পঞ্চায়েতের ভবানন্দপুর গ্রামের যাতাযাতের প্রধান রাস্তার অত্যন্ত বেহাল অবস্থা। কাদা জমে রাস্তার এতটাই খারাপ অবস্থা যে কোনও গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। অগত্যা কাঁধে করেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মুমুর্ষু রোগীদের।
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, বিগত ১০ বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা। ভোটের সময় নেতারা রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও রাস্তার কাজ হয়না। একাধিকবার প্রশাসনকে অভিযোগ জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এই রাস্তার পাশেই ভবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়। বর্ষায় রাস্তায় জল কাদা জমে থাকায় স্কুলে আসতেও অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয় পড়ুয়া এবং শিক্ষকদের।
আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র হাত ধরেই ৪৫০ কোটির ফান্ড রিলিজ! রেশন দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে চাঞ্চল্যকর দাবি
অসুস্থ রোগীর স্ত্রী জাহিরা বিবি বলেন, ‘শ্বাসকষ্টজনিত সমস্যায় আমার স্বামীকে হাসাপাতালে ভর্তি করা হয়। কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কোনও অ্যাম্বুল্যান্স ঢুকতে পারে না। সেই কারণে গ্রামের ছেলেরা কাঁধে করেই আমার স্বামীকে হাসপাতালে নিয়ে যায়।’
গ্রামের বাসিন্দা কেরামুদ্দিন শেখ বলেন, ‘বিগত ১০-১২ বছর ধরে এই রাস্তা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। খুব অসুবিধার মধ্যে দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। অসুস্থ রোগী বা প্রসূতি মহিলাকে এই রাস্তা দিয়ে নিয়ে গেলে তাঁরা আরও অসুস্থ হয়ে পড়েন। আমরা চাই অবিলম্বে এই কাঁচা রাস্তা সংস্কার করে পাকা রাস্তা করে দেওয়া হোক।’ গ্রামবাসী ফতেমা বিবি বলেন, ‘ভোটের সময় নেতারা এসে এই রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও রাস্তার কাজ হয়না। একাধিকবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু কোনও সুরাহা হয়নি। রাস্তা সংস্কারে কোটি কোটি টাকা ধার্য করা হচ্ছে। কিন্তু আমাদের গ্রামের রাস্তা হচ্ছে না। আমরা চাই আমাদের গ্রামের রাস্তা পাকা করে দেওয়া হোক।’
ভবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজীব কুমার ঘোষ বলেন, ‘বর্ষায় রাস্তায় জল কাদা জমে থাকায় স্কুলে আসতে পড়ুয়াদের এবং আমাদের খুব সমস্যা হয়। আমরাও প্রশাসনের কাছে আবেদন জানাব দ্রুত এই রাস্তা সংস্কার করে দেওয়া হোক।’