TRENDING:

অতিথিদের জন্য় প্রস্তুত শান্তিনিকেতন, সকাল হলেই শুরু হবে বসন্তোৎসব

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বোলপুর: ফাগুনের হাওয়ায় রঙিন বসন্ত। আবাহনও সারা। তবে উৎসব কাল। আর তাই তো গুরুদেবের শান্তিনিকেতন সেজে উঠছে নিজস্ব সুর-তাল-ছন্দের রঙে। গৃহবাসীদের দ্বার খোলা সেই সপ্তাহখানেক আগে থেকে। বসন্তের আবাহনে মেতে শান্তিনিকেতন। আশ্রমিক থেকে পড়ুয়া কেউ ব্যস্ত নাটকে, কেউ বা নাচে-গানে। বুধবার সন্ধ্যে থেকেই শুরু অনুষ্ঠান।
advertisement

মঞ্চ প্রস্তুতি প্রায় শেষ। চলছে শেষ মূহুর্তে একটু দেখে নেওয়া, কোথাও কোনও সমস্যা নেই তো? কাল তো শুধু শান্তিনিকেতন নয়, রাজ্য এমনকী দেশ বিদেশের মানুষ ভিড় করবেন। তাই নিরাপত্তার দিকে বিশেষ নজর বিশ্বভারতীর। পুলিশি ব্যবস্থা তো থাকছেই, সঙ্গে থাকছে সিসিটিভি, ড্রোন।

শান্তিনিকেতন প্রস্তুত অতিথিদের জন্য়। আশ্রম মাঠে বেশ কয়েকটি প্রবেশদ্বার থাকছে। অতিথিদের সুবিধার জন্য় জলের বোতল ও পাউচ সরবরাহ করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। স্বচ্ছতার ওপর এবার জোর দিচ্ছে বিশ্বভারতী। পলাশ নিধন, কেমিক্যাল রঙের ব্যবহার রুখতেও চলবে নজরদারি। প্রস্তুতি সারা। এ বার অপেক্ষা দোল প্রেমীদের হিল্লোল তোলার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অতিথিদের জন্য় প্রস্তুত শান্তিনিকেতন, সকাল হলেই শুরু হবে বসন্তোৎসব