এবছর সরস্বতী পুজোয় গ্রিন ইউনিয়নের বিশেষ আকর্ষণ ‘কৃষ্টিই সৃষ্টি’ যা মূলত কৃষক সমাজকে সম্মান জানাতে তৈরি করা হয়েছে এক খন্ড গ্রাম বাংলা। গ্রাম বাংলার কৃষকদের নিত্যজীবনের সঙ্গে জড়িত কিছু প্রয়োজনীয় জিনিসকে এই থিমের মাধ্যমে মূলত ফুটিয়ে তোলা হয়েছে। মূলত কৃষকদের কথা তুলে ধরা হয়েছে মন্ডপসজ্জাতে। এই মণ্ডপ সজ্জায় গ্রাম বাংলার সঙ্গে জড়িত কিছু উপকরণকে তুলে ধরা হয়েছে। চাষিদের ধানের গোলা, আনাজ ভর্তি বস্তা, লাল গামছা, খেজুর গাছ ইত্যাদি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ।
advertisement
আরও পড়ুন: সরস্বতী পুজোর আগেই বড় দুর্ঘটনা! নিঃস্ব হয়ে গেল মুর্শিদাবাদের দু’দুটি পরিবার
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে, কান্দি রাজ কলেজে থিম ফুটে উঠেছে এক খন্ড বই ভান্ডার। বই সভ্যতার ও সমাজের মেরুদন্ড। এই ভাবনাকে সামনে রেখে কান্দি রাজ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ফুটে উঠেছে এবছরের ভাবনা। বিভিন্ন সরকারী স্কুলে ছাত্র ও ছাত্রীদের অভাবে বন্ধ হতে বসেছে পাঠশালা। ফলে বই মুখি হচ্ছে না বর্তমানের ছাত্র সমাজ। ইলেকট্রনিক গ্যাজেটের মধ্যেই সীমাবদ্ধ। তাই বই বর্তমান দিনে কতটা জরুরি সেই ভাবনাকে সামনে রেখেই সরস্বতী পুজো থিমে ফুটে উঠেছে। এছাড়াও আছে বাহারী আলোকসজ্জা। যা দেখতে ভিড় করছেন সকলেই।
কৌশিক অধিকারী