TRENDING:

ভ্যাকসিন পাচার! বনগাঁ হাসপাতাল থেকে পাচারের অভিযোগ

Last Updated:

রোগীদের খাবার, শিশু পাচারের অভিযোগের পর এবার ভ্যাকসিন পাচারের অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বনগাঁ: রোগীদের খাবার, শিশু পাচারের অভিযোগের পর এবার ভ্যাকসিন পাচারের অভিযোগ। বনগাঁ হাসপাতাল থেকে জলাতঙ্কের ভ্যাকসিন পাচারের অভিযোগ আয়ার বিরুদ্ধে। বহুদিন ধরেই হাসপাতালে ভ্যাকসিন অমিল বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তারপরও কোথা থেকে এল এত ভ্যাকসিন? কোথায়ই বা নিয়ে যাওয়া হচ্ছিল?
advertisement

বনগাঁ হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়ে বেরোতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন আয়া। তাও আবার যেমন তেমন ভ্যাকসিন নয়। জলাতঙ্কের ভ্যাকসিন... যে ভ্যাকসিন প্রায় সময়ই অমিল থাকে সরকারি হাসপাতালে। বাইরে থেকেই কিনতে হয় রোগীদের। হাসপাতালের অ্যাসিস্টেন্ট সুপারও তা নিজের মুখেই স্বীকার করেছেন।

যে ভ্যাকসিন এতই দামী, তা সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি কেন? কীভাবে সেই ভ্যাকসিনের নাগাল পেলেন একজন হাসপাতালের এক অস্থায়ী কর্মী? রোগীদের অভিযোগ, তাঁদের কেনা ভ্যাকসিন বাইরে বিক্রি করা হচ্ছে।

advertisement

বহুদিন ধরেই বনগাঁ হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন মিলছে না বলে দাবি রোগীদের। তার মধ্যেই ওই আয়ার থেকে ভ্যাকসিন ভরতি ব্যাগ পাওয়া যায়। ভিডিওতে দেখা যায়, তাঁর ব্যাগ দেখতে চাইলে তিনি পালানোর চেষ্টা করেন।

আর তাতেই পাচারের সন্দেহ জেঁকে বসেছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন রোগীদের পরিবার। তদন্ত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখনও কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। আপাতত অভিযুক্ত আয়াকে বরখাস্ত করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু তাতেও প্রশ্ন উঠছে, যে ওষুধ সাধারণ মানুষের পাওয়ার কথা, সরকার যার খরচ বহন করে, সেই ওষুধ কেন বাইরে থেকে কিনতে হচ্ছে? সরকারি হাসপাতাল থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ওই ভ্যাকসিন? শুধুই ভ্যাকসিন? নাকি আড়ালে আবডালে হাসপাতাল থেকে আরও মূল্যবান জিনিস পাচার হচ্ছে? এর পিছনে কী আরও বড় কোনও চক্র জড়িয়ে রয়েছে?

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভ্যাকসিন পাচার! বনগাঁ হাসপাতাল থেকে পাচারের অভিযোগ