TRENDING:

'বড় খ্রীস্ট' উৎসবে সেজে উঠেছে সাহেববাড়ি! বড়দিনে ঘুরে আসুন কলকাতার কাছেই এই চার্চে

Last Updated:

দক্ষিণ ২৪ পরগনার বড় খ্রীস্ট উৎসব প্রত্যক্ষ করতে ঘুরে আসুন সাহেববাড়ি। ২৫ শে ডিসেম্বর উপলক্ষ্যে অপরূপ রূপে ইতিমধ্যে সজ্জিত হয়েছে খাড়ি প্যারিসের স্বর্গারোহণ গির্জা। এবছর গির্জার শতবর্ষ উদযাপন হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার বড় খ্রীস্ট উৎসব প্রত্যক্ষ করতে ঘুরে আসুন সাহেববাড়ি। ২৫ শে ডিসেম্বর উপলক্ষ্যে অপরূপ রূপে ইতিমধ্যে সজ্জিত হয়েছে খাড়ি প্যারিসের স্বর্গারোহণ গির্জা। এবছর গির্জার শতবর্ষ উদযাপন হবে। এক সপ্তাহ ধরে এখানে অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে ঘুরে আসুন আপনিও।
advertisement

এই চার্চের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই অঞ্চলের ইতিহাস। ব্রিটিশ আমলে এখানে ছিল জঙ্গল, প্রথম দিকে তারা এখানে এসে পৌঁছায়নি। পরে জঙ্গল কাটা শুরু হলে কিছু ইংরেজ এসে এখানেই বসতি স্থাপন করে। স্থানীয়রা তখন তাদের বলত সাহেব।

আরও পড়ুন- বলুন দেখি…দেশের কোথায় ‘টাকা’ ছাপানো হয়? ৯৯ শতাংশই জানেন না সঠিক উত্তর

advertisement

আরও পড়ুন- মা হবেন পুরুষ ‘শিক্ষক’? এ কী কাণ্ড! মাতৃত্বকালীন ছুটির আবেদন দেখলে চোখ কপালে উঠবে! কে করলেন?

পরে এলাকার নাম হয়ে যায় সাহেববাড়ি। ইংরেজরা দেশ ছেড়ে চলে যাওয়ার পর তাদের তৈরি এই চার্চ এখনও রয়ে গিয়েছে এলাকায়। এই চার্চ দেখতে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন। বড়দিন উপলক্ষ্যে এখানে এক সপ্তাহ ধরে মেলা হয়। যা দক্ষিণ ২৪ পরগনার মধ্যে বড় খ্রীস্ট মেলা। বড়দিনের দিন প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ সেখানে আসেন।

advertisement

আরও পড়ুন- বলুন দেখি…দেশের কোথায় ‘টাকা’ ছাপানো হয়? ৯৯ শতাংশই জানেন না সঠিক উত্তর

এখানে এসে আপনি ঘুরে দেখতে পারেন গির্জা সংলগ্ন বাগান, বড় ঘন্টা সহ আরও অনেক মনোরম জিনিস। রয়েছে একটি বড় পার্ক। যেটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু।এখানে আসতে হলে আপনাকে আসতে হবে শিয়ালদহ দক্ষিণ শাখার মথুরাপুর স্টেশনে। সেখান থেকে বাস অথবা অটোতে করে সাহেববাড়ি। ট্রেন ভাড়া ২০ টাকা, বাস অথবা অটো ভাড়া আরও ৩০ টাকা। ২৫ শে ডিসেম্বর সমস্ত দিন সকলের জন্য খোলা থাকে এই গির্জা। তবে বছরের অন্যান্য দিন গির্জার আশেপাশে ঘুরতে পারবেন আপনি।

advertisement

এ নিয়ে সাহেববাড়ি গির্জার পৃষ্ঠপোষক খোকন ঘোষ জানান, ইংরেজরা এই গীর্জা তৈরি করেছিল। তারপর থেকে প্রতিবছর এখানে অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে ছুটে আসেন হাজার হাজার মানুষ। এবছরও তার ব্যতিক্রম হবেনা বলে মনে করছেন উদ্যোক্তারা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'বড় খ্রীস্ট' উৎসবে সেজে উঠেছে সাহেববাড়ি! বড়দিনে ঘুরে আসুন কলকাতার কাছেই এই চার্চে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল