এতদিন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের হ্যাম অপারেটরেরা গঙ্গাসাগর মেলায় আ্যানালগ সিস্টেম ব্যবহার করে হারিয়ে যাওয়া পুণ্যার্থী ও গুরুতর অসুস্থ ব্যক্তিদের তথ্য অস্থায়ী কন্ট্রোল রুমের মাধ্যমে দেশজুড়ে পৌঁছে দিতেন। এবার সরাসরি হ্যান্ডসেট থেকেই বার্তা, এমনকি এসএমএস পাঠানো যাবে।মেলার সর্বত্র হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সমুদ্রতট সমস্ত জায়গায় কন্ট্রোল নেবে হ্যাম রেডিও। সেই লক্ষ্যে জোরকদমে কাজ চলছে। সমস্ত জায়গায় হ্যাম রেডিওর ছেলেরা তাদের পরীক্ষা নিরীক্ষা করেছেন।
advertisement
মেলার ভৌগোলিক পরিবর্তন ও পুণ্যার্থীর ভিড় বাড়ার সম্ভাবনায় এই প্রযুক্তি বিশেষ সহায়ক হবে। পাশাপাশি রেডিও সোসাইটি অফ গ্রেট ব্রিটেন থেকে গঙ্গাসাগর এএস ১৫৩ স্বীকৃতি পাওয়ায় গঙ্গাসাগর আন্তর্জাতিক মানচিত্রে আরও গুরুত্ব পেয়েছে। ফলে পর্যটন ও বিপর্যয় মোকাবিলায় ডিজিটাল হ্যাম রেডিও বড় ভূমিকা নেবে এবার। নতুন এই সিস্টেমে সুরক্ষিতভাবে কথা বলা যাবে। কন্ট্রোল রুম কেন্দ্রিক যোগাযোগ কমবে। ফলে দ্রুত কাজ করা সম্ভব হবে।