ঘটনার খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মোনা বিবির দেহ ময়না তদন্তে পাঠাচ্ছে। স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দু বছর আগে ভাঙড়ের দূর্গাপুর পূর্ব পাড়ার বাসিন্দা জিনাৎ মোল্লার মেয়ে মোনার সঙ্গে বিয়ে হয়েছিল হাসানুরের। তারপর থেকে শ্বশুর বাড়িতে ছিল মোনা। কিন্তু ইদানিং স্বামীর সঙ্গে ঝগড়া ঝাটি হচ্ছিল। এদিন দুপুর দেড়টা নাগাদ স্বামীর সঙ্গে ঝগড়া করে মোনা বিবি ঘরে চলে যান। তারপর তাঁকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায়। যদিও পুলিশ এসে তাঁকে বিছানায় শুয়ে থাকতে দেখে। তাতেই পুলিশের মনে সন্দেহ দানা বেঁধেছে। তাই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলার পাশাপাশি ঘটনা নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে বলেও একটি মামলা শুরু করেছে। যদিও মৃতের পরিবারের তরফে ঘটনার পর এখনও কোন অভিযোগ থানায় করা হয়নি বলে জানায় পুলিশ।
advertisement