আরও পড়ুন: ‘‘আপনার খাওয়া হয়নি?’’ আগন্তুকদের ব্যাগ থেকে বেরিয়ে আসে খাবার ভরা টিফিন বক্স
বিয়ের আয়োজন ছিল শুক্রবার সন্ধ্যায়। সেই বিয়ের অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয় ১৫ জন থ্যালেসেমিয়া আক্রান্ত শিশুদের। তাদের প্রত্যককে এ দিন পুষ্পস্তবক, উত্তরীয়, স্মারক-সহ কিছু আর্থিক সাহায্য তুলে দেন নব দম্পতি। পেশায় ফার্মাসিস্ট স্বপন বেরা বলেন, ছেলের বিয়েতে অনেক কিছু আয়োজন করার ইচ্ছে ছিল। কিন্তু এলাকায় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের জন্য অসহয়তা দেখেছি বলেই অন্যান্য দিকে বেশি খরচ না করে এদের পাশে দাঁড়িয়েছি।
advertisement
পাশাপাশি সমাজের কাছে বার্তাও দিতে চেয়েছেন। যাতে করে এধরনের অনুষ্ঠানের খরচ বাঁচিয়ে অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। এ দিন উপস্থিত সকলের কাছে সেই আবেদনও করেন তিনি। পাত্র ধ্রুবজ্যোতি বেরা পেশায় একজন ফার্মাসিস্ট। তাঁর কথায়, বিয়ের আয়োজনে আলোকসজ্জা আতশবাজিতে খরচ না করে ভিন্ন ভাবনা থেকেই এই উদ্যোগ নিতে চেয়েছি। তাঁর বিয়ের আসরে এ ধরণের উদ্যোগ নেওয়ায় খুশি পাত্রী অর্পিতাও। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজনও।
সুজিত ভৌমিক
