বীরভূমের রামপুরহাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দ্বিতীয় শ্রেণির যাত্রী প্রতীক্ষালয়ে ওই অজ্ঞাত পরিচিত ব্যক্তির দেহটি পড়ে থাকতে দেখা যায়। সকাল ১০:৪৫ নাগাদ সেটি প্রথম যাত্রীদের নজরে আসে। তাঁরা খবর দেন জিআরপি-কে। তারা এসে চিকিৎসককে খবর দেয়। চিকিৎসক এসে ওই অজ্ঞতাপরিচয় ব্যক্তিকে পরীক্ষা করে জানান তিনি মারা গিয়েছেন।
আরও পড়ুন: ডান-বামে হ্যান্ডশেক, বঙ্গ রাজনীতির সেরা ছবি
advertisement
এরপর জিআরপি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে পাঠায়।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। এদিকে জানা গিয়েছে মৃত ব্যক্তির পরনে শুধুমাত্র শুধু প্যান্ট ছিল, কোনও জামা পরে ছিলেন না। তবে তাঁর কাছে একটি বড় ব্যাগ এবং একটি সাইড ব্যাগ পাওয়া গিয়েছে। বড় ব্যাগের মধ্যে ব্যবহৃত বেশ কিছু জামা-কাপড় ছিল। আর সাইড ব্যাগের ভিতর বিভিন্ন কাগজপত্র এবং টাকা-পয়সা উদ্ধার করেছে রেল পুলিশ। ব্যাগের মধ্যে একটি মোবাইল ফোন পাওয়া যায়। এছাড়াও ঐ ব্যাগের মধ্যে একটি কার্ড পাওয়া গেছে যে কার্ডের মধ্যে লেখা রয়েছে ‘শ্যামল হালদার’ বলে একজনের নাম। তবে সেই শ্যামল হালদার এই মৃত ব্যক্তির নাম কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রেল পুলিশের প্রাথমিক অনুমান, তারাপীঠে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে স্টেশনে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
সৌভিক রায়