TRENDING:

হাসপাতালের ঘরেই পড়ে রয়েছে অজ্ঞাতপরিচয় দেহ! কার? কাটোয়ায় হাড়হিম করা ঘটনা

Last Updated:

স্টোররুমের ভিতরে কর্তৃ পক্ষের নজর এড়িয়ে কীভাবে মৃতদেহ এল তা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশের প্রাথমিক অনুমান পাঁচ দিন আগেই ব্যক্তির মৃত্যু হয়েছে। দেহ থেকে বিকট দুর্গন্ধ বের হওয়ায় ঘটনা জানাজানি হয়। কাটোয়ার এসডিপিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রণদেব মুখোপাধ্যায়,কাটোয়া,পূর্ব বর্ধমান: হাসপাতালের পুরুষ ওয়ার্ডের পিছনের পরিত্যক্ত ঘর থেকে দেহ উদ্ধারের ঘটনায় পুরুষ ওয়ার্ডের ইনচার্জ অফ নার্স কে শো-কজ করা হবে। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত করা হবে বলে জানালেন কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল। ইতিমধ্যে পুরুষ ওয়ার্ডের দায়িত্ব পালন করেছে এরকম নার্স, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।
News18
News18
advertisement

হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ভিতরের স্টোররুম থেকে পচাগলা দেহ উদ্ধার। স্টোররুমের ভিতরে কর্তৃ পক্ষের নজর এড়িয়ে কীভাবে মৃতদেহ এল তা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশের প্রাথমিক অনুমান পাঁচ দিন আগেই ব্যক্তির মৃত্যু হয়েছে। দেহ থেকে বিকট দুর্গন্ধ বের হওয়ায় ঘটনা জানাজানি হয়। কাটোয়ার এসডিপিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।  হাসপাতাল সূত্রে জানা যায়, ভবঘুরে অসুস্থ এক ব্যক্তিকে পুলিশ হাসপাতালে ভর্তি করে যায়। মৃতদেহটি সেই ব্যক্তির হতে পারে বলে হাসপাতালের কর্মীদের অনুমান। মৃতদেহটির এখনও কোন পরিচয় পাওয়া যায়নি। সিসি ক্যামেরার ছবি পরীক্ষা করা হবে বলে জানান হাসপাতাল সুপার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে হাসপাতালে আসা রোগীর পরিজনদের বক্তব্য পুরুষ ওয়ার্ডের মধ্যে দিয়ে নার্স চিকিৎসক কর্মীরা যাতায়াত করে অথচ পিছনের ঘরে কয়েকদিন ধরে একটি মৃতদেহ পড়ে আছে, তা কেন কেউ দেখল না। ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি কাটোয়া মর্গে রাখা হয়। বৃহস্পতিবার মৃতদেহের ময়না তদন্ত করা হবে বলে জানান সুপার বিপ্লব মণ্ডল।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাসপাতালের ঘরেই পড়ে রয়েছে অজ্ঞাতপরিচয় দেহ! কার? কাটোয়ায় হাড়হিম করা ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল