১৮ তারিখ থেকে শুরু এ বছরের মাধ্যমিক। প্রথম বড় পরীক্ষার জন্য সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মজিবুর রহমান। ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যমপাড়ায় মজিবুরের বাড়ি। পড়াশোনা কৃষ্ণপুর রহমানিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ছোটো থেকেই পোলিও আক্রান্ত, গত ছ’বছর হাঁটাচলার শক্তিও হারিয়েছে মজিবুর। এখন ঠিক করে বসতেও পারে না। ছোট বেলা থেকেই ভীষণ জেদি মজিবুর। জেদ লেখাপড়া শেখার। সেই জেদ নিয়েই মাধ্যমিকে বসছে এই পড়ুয়া।
advertisement
বাবা অহিদুর সরকার দিন মজুর। বাবা-মা’র সঙ্গে এ ভাবেই স্কুলে যায় মজিবুর। বেশিরভাগ সময়টা বাবার কোলেই কাটে। কিছুদিন আগে বাড়ি থেকে প্রায় দু’ কিলোমিটার দূরে স্কুলে গিয়ে নিয়ে এসেছে অ্যাডমিড কার্ডও।
সেন্টার পড়েছে চন্দ্রকোণার লক্ষ্মীপুর হাইস্কুলে। ছেলে সফল হবেই। চোখে স্বপ্ন মা জাহানারার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2020 10:48 AM IST