উলুবেড়িয়া-হাওড়া লোকাল আবাদা স্টেশন ঢোকার মুখেই হঠাৎ করেই বিপত্তি। ৫-৬টি বগি খুলে যায় বলে জানা গিয়েছে | সেই সময় ট্রেন রানিং অবস্থায় থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
আরও পড়ুন- গাছের বিয়ে! মুর্শিদাবাদে গাছের বিয়েতে পাত পেড়ে খেলেন এক হাজার মানুষ
জানা গিয়েছে, ট্রেনের কাপলিং খুলেই বিপত্তি। কীভাবে কাপলিং খুলল তা তদন্ত করবে রেল। ট্রেন চলন্ত অবস্থায় থাকলে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল। কোনও হতাহতের খবর অবশ্য নেই।
advertisement
স্টেশনে ঢোকার মুখে কাপলিং খুলে যায়। যার জেরে আলাদা হয়ে যায় কয়েকটি বগি। চলন্ত অবস্থায় এমন ঘটনা ঘটলে বড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল। তবে এই ঘটনায় যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেন চলাচল ব্যহত হওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
এদিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে ট্রেন ছাড়ে উলুবেড়িয়া স্টেশন থেকে। সাড়ে নটা নাগাদ আবদা স্টেশন ছাড়ার সময় ট্রেনের দুটি কামরার মাঝের কাপলিং খুলে যায়। ফলে কয়েকটি বগি আলাদা হয়ে যায়।
সমস্যার জেরে ট্রেন চলাচল ব্যহত হয়। সেই সময় ওই ট্রেনের পিছনে আরও পাঁচটি ট্রেন ছিল। পরে হাওড়া থেকে স্পেশাল ট্রেন পাঠানো হয়। সেই ট্রেনে যাত্রীদের নিয়ে আসা হয়। লাইনের উপর ট্রেনের বগিগুলি দাঁড়িয়ে থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে রয়েছেন পরিস্থিতি খতিয়ে দেখতে। দক্ষিণ পূর্ব শাখায় বারবার সমস্যা দেখা দেওয়ায় রেলের গাফিলতি রয়েছে বলে দাবি করছেন যাত্রীরা।
দেবাশিস চক্রবর্তী