TRENDING:

Blackmail Fraud in Howrah: মানিব্যাগ ফিরিয়ে দেওয়ার নামে ব্ল্যাকমেল! সিনেমার মতো অ্যাকশনে ধরা পড়ল অভিযুক্ত

Last Updated:

Blackmail Fraud in Howrah: সিনেমার কায়দায় পুলিশের এই অভিযানে ধরা পরে দুই দুঁদে ব্ল্যাকমেলার। দুই অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় সৌভিকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও যাবতীয় নথিপত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: হারিয়ে যাওয়া মানিব্যাগ ফেরত দেওয়ার নামে টাকা চেয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার দুই যুবক। বি গার্ডেন থানার পুলিশের বুদ্ধিতেই ধরা পড়ল এই দুই অভিযুক্ত। ঘটনার সূত্রপাত গত ১৪.০৫.২০২৩ তারিখ রাতে। বাকসাড়া রোডের সৌভিক মিত্র বাড়ি ফেরার সময় তাঁর মানিব্যাগ হারিয়ে ফেলেন। সৌভিকের ব্যাগে ৩৫০০ নগদ টাকা ছাড়াও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্যান কার্ড ও আরও কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল।
advertisement

হারিয়ে ফেলার পর হঠাৎ সৌভিকের মোবাইলে একটি ফোন আসে। সৌভিককে ফোন করে জানানো হয়, তাঁর হারিয়ে যাওয়া মানিব্যাগ ও মানিব্যাগে থাকা গুরুত্বপূর্ণ নথি ফেরত পেতে হলে দিতে হবে ১০,০০০ টাকা। টাকা না দিলে যাবতীয় নথি নষ্ট করে দেওয়ার হুমকি দেয় ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি। বারবার আবেদন করলেও সৌভিকের কথায় কর্ণপাত না করেই হুমকির সুরে কথা বলতে থাকে দাবিদারেরা। এরপর সৌভিক দ্বারস্থ হয় এজেসি বোস বি গার্ডেন থানায়।

advertisement

আরও পড়ুন: সেবক-রংপো রেল প্রকল্পে নতুন সাফল্য! ১৪ নং টানেলের কংক্রিট লাইনিংয়ের কাজ সম্পূর্ণ

গোটা ঘটনা শোনার পর পুলিশ ফাঁদ পাতে। ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে টাকা দেওয়ার নাম করে পুলিশের নির্দিষ্ট করা জায়গায় ব্লাকমেলারদের ডেকে পাঠান সৌভিক। এরপর দ্রুত তৎপরতার সঙ্গে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের তত্বাবধানে একটি পুলিশ টিম গঠন করে পুলিশি। পুলিশের পরামর্শে সৌভিক সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে নিকটবর্তী একটি এটিএম-এর সামনে দাবি মতো টাকা দেওয়ার নাম করে ডেকে পাঠান। টাকা নিতে আসার আগেই এজেসি বোস বি গার্ডেন থানার পুলিশ এস আই মনোজ সরকার ও তার টিম ঘটনাস্থলে সাদা পোশাকে উপস্থিত হয়ে যায়। এলাকার সাধারণ মানুষের মতোই ঘোরাঘুরি করতে থাকে সাদা পোশাকে থাকা পুলিশ। দাবি মতো টাকা আদায় করতে আসা দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সিনেমার কায়দায় পুলিশের এই অভিযানে ধরা পরে দুই দুঁদে ব্ল্যাকমেলার। দুই অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় সৌভিকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও যাবতীয় নথিপত্র। পুলিশ মনে করছে শুধু হারিয়ে যাওয়া ব্যাগ নয়, এই দুই যুবক পকেটমারি করে মানুষকে এই ভাবেই ব্ল্যাকমেইল করে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। দুজনকেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Blackmail Fraud in Howrah: মানিব্যাগ ফিরিয়ে দেওয়ার নামে ব্ল্যাকমেল! সিনেমার মতো অ্যাকশনে ধরা পড়ল অভিযুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল