গুরুতর আহত অবস্থায় দুজনেই অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। আহতদের নাম মহম্মদ আব্দুজ আজিজ আনসারি ও আব্দুর রউফ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফরাক্কা থানার শংকরপুর এলাকায়।
আরও পড়ুন: নিমেষে পাল্টে যাবে ঘরের সৌন্দর্য! অন্দরসজ্জায় যোগ করুন বনসাই, ক্যাকটাস
যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত চার যুবক। অভিযুক্তদের খোঁজে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। আহত আব্দুর রউফ বলেন, ‘‘ওই চার যুবক মদ্যপ অবস্থায় রাস্তার মাঝে মোটর বাইকে বসে ছিল। আমরা ভদ্রভাবেই রাস্তার মাঝখান থেকে ওদের সরে যেতে বলি।
advertisement
আব্দুর রউফ আরও এরপরেই ওরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। হঠাৎ ধারালো অস্ত্র বের করে আমাদের আক্রমণ করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমাদের খুনের হুমকি দেয়। আমরা ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে আসলে আমাদের পিছন ধাওয়া করে। কোনও উপায় না পেয়ে আমরা ফিডার ক্যানেলে ঝাঁপ দিয়ে প্রানে বাঁচি।’’
এলাকাবাসী জুয়েল সেখ বলেন, এই ঘটনার পর থেকেই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই অভিযুক্ত চার যুবককে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।