TRENDING:

আমফান দুর্নীতি ইস্যুতে প্রকাশ্যে মতবিরোধ রাজ্যের দুই মন্ত্রীর

Last Updated:

রাজীবের কথায়, 'দলের নির্দেশ অনুযায়ী, সব সিদ্ধান্ত নেবে জেলা সভাপতি ও জেলা কো-অর্ডিনেটর৷ আমি জেলা কো-অর্ডিনেটর৷ অথচ আমাকে কোনও মিটিংয়ে ডাকা হয় না৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় ত্রাণ ও সরকারি আর্থিক সহায়তা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে বিভিন্ন জেলায়৷ বিশেষ করে পঞ্চায়েত স্তরে দুর্নীতির অভিযোগ তুলছেন বহু মানুষ৷ এ হেন পরিস্থিতিতে আমফান দুর্নীতি নিয়ে এবার প্রকাশ্যে একে অপরকে আক্রমণ করলেন রাজ্যেরই দুই মন্ত্রী অরূপ রায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়৷ দুজনেই হাওড়া জেলার তৃণমূল বিধায়ক৷
advertisement

সম্প্রতি আমফান দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতের তিনজন জনপ্রতিনিধিকে সাসপেন্ড করেন অরূপ রায়৷ এরপরেই শুক্রবার সাংবাদিক সম্মেলন করে হাওড়া জেলা তৃণমূল সভাপতি ও রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে বিস্ফোরক অভিযোগ করলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, রাঘব বোয়ালদের বাদ দিয়ে চুনোপুঁটিদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে৷ তদন্তে পক্ষপাতিত্ব দেখাচ্ছেন জেলা সভাপতি৷

রাজীবের কথায়, 'দলের নির্দেশ অনুযায়ী, সব সিদ্ধান্ত নেবে জেলা সভাপতি ও জেলা কো-অর্ডিনেটর৷ আমি জেলা কো-অর্ডিনেটর৷ অথচ আমাকে কোনও মিটিংয়ে ডাকা হয় না৷'

advertisement

উত্তরে অরূপ বিশ্বাসের জবাব, 'রাজীববাবু বিজেপি-র সুরে কথা বলছেন৷ দলকে জানিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ওঁকে (রাজীব) অনেকবার মিটিংয়ে ডাকা হয়েছে৷ উনি কোনও মিটিংয়েই আসেননি৷ ওঁর অভিযোগ থাকলে, দলকে জানাতে পারতেন৷ কেন সাংবাদিকদের সামনে বললেন? ওঁর এই ধরনের ব্যবহার দলের পক্ষে ক্ষতিকর৷ আমার পাশে থাকা মানুষদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা দলকে জানাক৷ প্রমাণ হলে সব রকমের ব্যবস্থা নেব৷ রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি দলের কাছে অভিযোগ জানাবো৷ এরপর দল যা ঠিক করবে৷'

advertisement

আমফান দুর্নীতি নিয়ে যখন বিরোধীরা কোমর বেঁধে ময়দানে নেমেছে, তখন দুই মন্ত্রীর প্রকাশ্যে ঝগড়া, তৃণমূলের অস্বস্তি বাড়ল নিঃসন্দেহে৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

DEBASHISH CHAKRABORTY

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আমফান দুর্নীতি ইস্যুতে প্রকাশ্যে মতবিরোধ রাজ্যের দুই মন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল