ডঃ মহিতোষ মন্ডল জানান, প্রায় কুড়ি বছরের তার চিকিৎসক জীবনের অভিজ্ঞতাতে এই প্রথম এমন ঘটনার সাক্ষী থাকলেন। একজন মহিলার সাধারণত একটি জরায়ু থাকে। তবে বনগাঁর আনার পুকুরিয়া এরেপোতা বাজার এলাকার বাসিন্দা পূজা বিশ্বাস, সন্তানসম্ভবা অবস্থায় বনগাঁর বেসরকারি এক নার্সিংহোমে ভর্তি হন। সেখানেই অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা লক্ষ্য করেন মায়ের দুটি জরায়ু রয়েছে।
advertisement
আরও পড়ুন- বলুন দেখি…দেশের কোথায় ‘টাকা’ ছাপানো হয়? ৯৯ শতাংশই জানেন না সঠিক উত্তর
একটিতে সন্তান থাকলেও, অপর জরায়ুটি মূত্রথলির আড়ালে ঢেকেছিল বলেই চিকিৎসকরা জানান। তবে দুটি জরায়ুর মুখ আলাদা। গঠনগত পরিবর্তনও রয়েছে জরায়ুর ক্ষেত্রে বলে জানিয়েছেন চিকিৎসক মহিতোষ মন্ডল। সেক্ষেত্রে অস্ত্রোপচার করার সময় কিছুটা হলেও সমস্যায় পড়তে হয় চিকিৎসকদের। তবে অবশেষে সফল অস্ত্রপচারের মাধ্যমে মা ও সন্তানকে স্বাভাবিক জীবনে ফেরালো তারা। এই ধরনের দুটি জরায়ু কে ইউটোরাইন ডাইডিলকাস ইউনিকলিস বলা হয়ে থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। যা বিরল বলেই জানান চিকিৎসকরা।
আরও পড়ুন- আপনি কি ভাবেন, ‘টাকা’ কাগজের তৈরি? একেবারেই না! কী দিয়ে বানানো হয় ‘নোট’?
রোগী অর্থাৎ মা পুজা বিশ্বাস পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এদিন মা ও সন্তানকে সুস্থ শরীরে বাড়িতে ফেরালো হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পেরে কিছুটা হলেও অবাক পূজা। ভবিষ্যতে এর জন্য কোন সমস্যায় পড়তে হবে কিনা চিকিৎসকদের জিজ্ঞাসা করেন রোগী। সেক্ষেত্রে চিকিৎসকরা জানিয়ে দেন এর জন্য কোন সমস্যায় পড়তে হবে না তাকে। ফলে দুটি জরায়ু বিশিষ্ট এই মা সুস্থভাবেই সন্তানকে নিয়ে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে ফিরলেন বাড়িতে। রোগীর পরিবার পরিজনদের পাশাপাশি প্রতিবেশীরাও খুশি চিকিৎসকদের এই সাফল্যে।
রুদ্র নারায়ণ রায়