বুধবার রাতে কলকাতা স্টেশন থেকে ছাড়ে যশিডি প্যাসেঞ্জার। পাতিপুকুর স্টেশনের ওপর দিয়ে দমদমের দিকে যাওয়ার কথা ছিল ট্রেনটির। অন্যদিকে, কলকাতায় আসার জন্য পাতিপুকুরের কাছে হোম সিগন্যালে দাঁড়িয়েছিল হলদিবাড়ি এক্সপ্রেস। সেই সময়ই ঘটে বিপত্তি।
রাত সাড়ে দশটা নাগাদ মুখোমুখি চলে আসে যশিডি প্যাসেঞ্জার ও হলদিবাড়ি এক্সপ্রেস। জানা গিয়েছে, থার্ড লাইন দিয়ে যাওয়ার কথা ছিল যশিডি প্যাসেঞ্জারের। কিন্তু,
advertisement
-ট্রেনটি সার্কুলার ট্র্যাকে চলে আসে
-উলটো দিক থেকে আসা হলদিবাড়ি এক্সপ্রেসের চালকের নজরে আসে বিষয়টি
-তিনি যশিডি প্যাসেঞ্জারের চালককে সিগন্যাল দেন
-এরপরই এমারজেন্সি ব্রেক কষেন যশিডির চালক
-কিছুটা দূরত্বে থেমে যায় ট্রেন
প্রাথমিক তদন্তে রেলের অনুমান, পয়েন্ট সেটিংয়ের গোলমালের জেরেই বিপত্তি ৷ যশিডি প্যাসেঞ্জারের গতি কম থাকায় দুর্ঘটনা থেকে রেহাই মিলেছে ৷
ঘণ্টা খানেক পর হলদিবাড়ি এক্সপ্রেস কলকাতা স্টেশনের উদ্দেশে রওনা দেয়। এরপর যশিডি প্যাসেঞ্জারকে ব্যাক করিয়ে থার্ড লাইন দিয়ে চালানো হয়। কী কারণে বিপত্তি, জানতে তদন্ত শুরু করেছে রেল। তবে দুর্ঘটনা এড়ালেও ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এদিকে, একের পর এক ঘটনায় রেলের যাত্রী সুরক্ষা নিয়েই প্রশ্ন উঠছে।