TRENDING:

রেললাইনে বসে গল্প, ট্রেনে কাটা পড়ল দুই যুবক !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা:  ফের অসাবধানতার বলি দুই যুবক ৷ রেললাইনে বসে গল্প করার মাসুল দিতে হল দুই যুবককে ৷ গল্পে মশগুল ওই দুই যুবক ট্রেনের আওয়াজ শুনতেই পারেনি বলে দাবি প্রত্যক্ষদর্শীদের ৷ তাদের পিষে দিয়ে চলে যায় একটি ট্রেন ৷ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের পিয়ালির ঘটনা ৷
advertisement

ওই দুই যুবকের সঙ্গে এক তরুণী থাকলেও ঘটনার পর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ দুর্ঘটনাটি ঘটে গতকাল, রবিবার রাতে ৷ রেললাইনে তিনজনে বসেই গল্প করছিলেন বলে জানা গিয়েছে ৷  সেসময় হঠাৎই ডাউন ঘুটিয়ারি লোকাল এসে পড়লে কেউই জায়গা থেকে ওঠার সময় পাননি। ট্রেনে কাটা পড়ে যান ওই দুই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতীক মণ্ডল নামে এক যুবকের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অন্য এক যুবকের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তবে অনেকেরই দাবি রেললাইনে বসে গল্প করার পাশাপাশি তাদের তিনজনের কানেই হেডফোন ছিল ৷ ফলে ট্রেনের আওয়াজ শুনতে না পারার জন্যই ট্রেনে শেষপর্যন্ত কাটা পড়তে হল ওই দুই যুবককে ৷ কিন্তু তাদের সঙ্গে থাকা ওই তরুণীর কী হল ? তা অবশ্য এখনও জানা যায়নি ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রেললাইনে বসে গল্প, ট্রেনে কাটা পড়ল দুই যুবক !