TRENDING:

Purba Medinipur News: জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড, নন্দকুমারে মৃত ২! কাকা শ্বশুরের হাতে খুন বৌমা

Last Updated:

সোমবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নন্দকুমারের বরগোদা এলাকায়৷ বরগোদা এলাকার বাসিন্দা সম্পর্কে দুই ভাই পূর্ণেন্দু দাস এবং সুভাষ দাসের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে৷ পারিবারিক অশান্তির জেরে মৃত্যু হল দুই মহিলার৷ মৃত দু জন সম্পর্কে শাশুড়ি এবং বৌমা৷ এই ঘটনায় দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
এই ঘটনায় দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
এই ঘটনায় দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement

সোমবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নন্দকুমারের বরগোদা এলাকায়৷ বরগোদা এলাকার বাসিন্দা সম্পর্কে দুই ভাই পূর্ণেন্দু দাস এবং সুভাষ দাসের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল৷ এ দিন সকাল থেকে দুই পরিবারের মধ্যে ফের বচসা শুরু হয়৷ বচসা চরম পর্যায়ের পৌঁছলে তা হাতাহাতিতে গড়ায়৷

আরও পড়ুন: বাংলায় ৩৫৫ ধারা জারি করতে রাষ্ট্রপতিকে নির্দেশ নয়, আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

advertisement

পূ্র্ণেন্দু বাবুর অভিযোগ, গন্ডগোলের মধ্যেই তাঁর ভাই সুভাষ দাস রড দিয়ে তাঁর স্ত্রী এবং বৌমাকে মাথায় আঘাত করে৷ প্রথমে পূর্ণেন্দুবাবুর বৌমা সুপ্রিয়া দাসকে আঘাত করা হয়৷ তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন সুপ্রিয়াদেবীর স্বামী এবং শাশুড়ি মিনু দাস৷

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজো নয়, বর্ধমানের 'এই' গ্রামে কালীপুজোই আসল! দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ
আরও দেখুন

গুরুতর আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে সুপ্রিয়াদেবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ পরে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালেই মৃত্যু হয় সুপ্রিয়াদেবীর শাশুড়ি মিনু দাসের৷ এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুপ্রিয়াদেবীর স্বামী৷ ঘটনায় অভিযুক্ত সুভাষ দাস সহ দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur News: জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড, নন্দকুমারে মৃত ২! কাকা শ্বশুরের হাতে খুন বৌমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল