জানা যাচ্ছে, কালীপুজোর রাতে এই গ্রামের বাসিন্দা সুরেন্দ্রনাথ মাইতি এবং সর্বেশ্বর মাইতির বাড়িতে আচমকা আগুন লাগে। মুহুর্তের মধ্যে তিনতলা মাটির বাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে। নিমেষে খড়ের চালে আগুন লেগে যায়। এর জেরে এদিন দু’টি বাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।
আরও পড়ুনঃ আকাশে আলোর মেলা! দীপাবলিতে দূষণ রোধে অভিনব প্রয়াস একদল যুবক-যুবতীর, জানলে ধন্য ধন্য করবেন
advertisement
পরিবার সূত্রে খবর, কেউ দীপাবলির রাতে ফানুস ছেড়েছিল। সেই ফানুস থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত, প্রায় প্রত্যেক বছর দীপাবলির আবহে বাজি থেকে নানা দুর্ঘটনা ঘটে। এবার যেমন কেশিয়াড়ির বড়চাটি গ্রামের দু’টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। পরিবার সূত্রে খবর, দীপাবলির রাতে কারও ছাড়া ফানুস থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। অন্যদিকে উত্তর ২৪ পরগনার বরানগরেও বাজি থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। বরানগর থানার অন্তর্গত একটি আবাসনে বাজির ফুলকি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আবাসনের লোকজন সহ দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।