TRENDING:

Murshidabad News: দুই সিভিক ভলেন্টিয়ারের সাহস, উপস্থিত বুদ্ধি! দুয়ের জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল পুরো গ্রাম

Last Updated:

বড়বাজারের মত ঘটনা যাতে মুর্শিদাবাদে না ঘটে তার জন্য এগিয়ে এল দুই সিভিক ভলেন্টিয়ার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: কলকাতার বড় বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা‍য় ইতিমধ্যেই প্রাণ গিয়েছে বহু মানুষের। তবে বড়বাজারের মত ঘটনা যাতে মুর্শিদাবাদে না ঘটে তার জন্য এগিয়ে এল দুই সিভিক ভলেন্টিয়ার। সাহস, সচেতনতা আর কর্তব্যবোধ মিলিয়ে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করলেন দুই সিভিক ভলেন্টিয়ার। হরিহরপাড়া থানার শাহজাদপুর গ্রামে ঘটে যাওয়া এক অগ্নিকাণ্ডের সময়, সময়মত পদক্ষেপ নিয়ে একটি বাড়িকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করলেন দুই সিভিক ভলেন্টিয়ার মেকাইল শেখ ও মিরসাদ আলী।
advertisement

জানা গিয়েছে, শাহজাদপুর গ্রামের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পাশে, জয়দেব কর্মকারের বাড়িতে হঠাৎই সেখানে আগুন লাগে। সেই সময় প্রায় সকলেই ঘুমিয়ে ছিলেন। ব্যাঙ্কের নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার মেকাইল শেখ ও মিরসাদ আলী প্রথম আগুনের লক্ষণ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন। তাঁদের তৎপরতায় দ্রুত গ্রামবাসীরা জড়ো হন এবং সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আশ্চর্যজনকভাবে কোন গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি।

advertisement

আরও পড়ুন: তীব্র জলকষ্ট! মিলছে না পানীয় জল! ক্ষোভে ফুঁসছে মুর্শিদাবাদের দুই গ্রাম

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দুই সিভিক ভলেন্টিয়ারের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ। তাঁরা জানিয়েছেন, “এই দুইজন না থাকলে আজ বড়সড় দুর্ঘটনা ঘটে যেত।”

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

হরিহারপাড়া থানার আইসি অরূপ কুমার রায় ও প্রশাসনিক মহলেও মেকাইল ও মিরসাদের ভূমিকাকে অত্যন্ত প্রশংসনীয় বলা হয়েছে। এই দুই সিভিক ভলেন্টিয়ার প্রমাণ করলেন, সময়মত পদক্ষেপই পারে বড় বিপদ এড়াতে।

সেরা ভিডিও

আরও দেখুন
১২ হাজার টাকা বিনিয়োগে লাভ ৬০ হাজার! চাষের কৌশলে বদল, 'এই' চাষ করে অঢেল কামাচ্ছেন চাষিরা
আরও দেখুন

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: দুই সিভিক ভলেন্টিয়ারের সাহস, উপস্থিত বুদ্ধি! দুয়ের জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল পুরো গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল