ভুয়ো আধার কার্ড বানিয়ে ভারতে প্রবেশ করার অভিযোগে বাংলাদেশের দুই যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, মূলত যৌনপল্লিতে যৌনকর্মীর কাজ করতে এসেছিলেন তাঁরা। যৌনপল্লিতে দালালদের দাপট দীর্ঘদিনের। তেমনই এক দালালের হাত ধরে দুর্গাপুর, ৩৪ নম্বর ওয়ার্ড কাদারোড যৌনপল্লিতে কাজ করতে আসেন ধৃত দুই যুবতী। কিন্তু চাপা থাকল না সত্য। ফাঁস হতেই পুলিশের ধরপাকড়।
advertisement
আরও পড়ুনঃ রাস্তার বেহাল দশা! সাইকেল নিয়ে লরির চাকার সামনে পড়লেন যুবক, সকালে বাজার করতে গিয়ে আর ফেরা হল না বাড়ি
সূত্র মারফত খবর, শুক্রবার এক দালাল যৌনকর্মীর পেশায় যুক্ত করানোর জন্য দুই যুবতীকে নিয়ে আসেন। নদিয়ার বিষ্ণুপুর থানার চকদাহ এলাকার বাসিন্দা তিশা শেখ এবং হুগলির দয়াময়ী কলোনী রবীন্দ্র নগরের বাসিন্দা কোয়েল মিস্ত্রি নামের দুটি আধার কার্ড দুর্গাপুর দুর্বার সমিতিতে জমা দেন তিনি। তা দেখা মাত্রই সন্দেহ হয় দুর্বার সমিতির বোর্ড মেম্বারদের।
আরও পড়ুনঃ হাজারও মেষকে রক্ষা করতে একাই একশো, শেয়াল নেকড়ের দলও পিছিয়ে যায় পিন্টু-লাল্টুর ভয়ে!
পাশপাশি তাঁরা এও সন্দেহ করেন, দুই যুবতী নাবালিকা হতে পারে। তাঁরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, দুই যুবতী অনেকদিন আগেই বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। নিজেদের জন্যে ভারতের ভুয়ো আধার কার্ড বানিয়েছেন। এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যৌন পেশায় যুক্ত ছিলেন তাঁরা। এরপরেই দুর্বার সমিতি স্থানীয় ওয়ারিয়া ফাঁড়িতে খবর দেয়। সন্দেহভাজন দুই যুবতী-সহ একজন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ ঘটনার তদন্ত করছে। ধৃত দুই যুবতী ভারতীয় নাকি বাংলাদেশি তাও যাচাই করে দেখছে পুলিশ।