সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে গেছে রায়মঙ্গল নদী। যে নদীর একদিকে ভারত আরেক পাড়ে বাংলাদেশ। ফলে এখানে অনুপ্রবেশের সমস্যা নতুন। তবে বর্তমান পরিস্থিতিতে সর্বত্রই কড়াকড়ি করা হয়েছে। বাংলাদেশের শেখ হাসিনার সরকারের বিদায়ের পর মৌলবাদীদের দাপাদাপি বৃদ্ধি পেতেই নজরদারি বাড়ায় পুলিশ। কিছুদিন আগেও এই জল সীমান্ত পেরিয়ে সীমান্তরক্ষী ও পুলিশের চোখে ধুলো দিয়ে ঢুকে পড়ত বাংলাদেশিরা। আবারও সেই একই ঘটনা ঘটল।
advertisement
আরও পড়ুন: চুরি আটকে দেওয়ায় তীব্র আক্রোশ! পিকআপ ভ্যান দিয়ে দুই যুবককে পিষে মারার চেষ্টা, তারপর যা হল…
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়মঙ্গল নদীর জল সীমান্ত পার হয়ে হেমনগরে চলে আসে সাতক্ষীরা জেলার ওই দুই বাসিন্দা। তারপর তারা কালীতলার মিশন মোড়ে পৌঁছে যায়। সেখানে তাদের ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। সেই সময় হেমনগর কোস্টাল থানার টহলদারি ভ্যানের নজরে পড়ে তারা। তাদের আচরণ দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞেস করে পুলিশ। আর তাতেই বেরিয়ে আসে আসল সত্যি।
আরও পড়ুন: হলদিয়ায় যাত্রী বোঝাই লঞ্চডুবি! আদৌ কাউকে উদ্ধার করা গেল?
এরপরই ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করে হেমনগর থানার পুলিশ। পুলিশি জেরায় তারা স্বীকার করে যে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে তারা ভারতে ঢুকেছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির বিচারে এই ঘটনা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষায় রাখেনা।