স্থানীয় সূত্রে খবর, মেমারির দেবীপুরের পূর্ব কাশিয়াডা় এলাকায় থাকত সম্পর্কে খুড়তুতো ভাই রাজদীপ হাজরা (৪) এবং শৌভিক হাজরা (৪)৷ এ দিন দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল দু জন৷ বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও শিশু দুটি বাড়ি না ফেরায় তাদের খোঁজ শুরু করে পরিবারের লোকজন৷
পুকুর পাড়ে দু জনের খোঁজ না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু হয়৷ এরই মধ্যে শিশু দুটির দেহ পুকুরের জলে ভাসতে দেখা যায়৷ সঙ্গে সঙ্গে শিশু দুটিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
advertisement
মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরের জলে পড়ে যাওয়াতেই শিশু দুটির জলে ডুবে মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2025 9:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Memari News: খেলতে খেলতে হঠাৎ উধাও দুই ভাই, পুকুরে ভেসে উঠল দেহ! দুই শিশুর মৃত্যুতে হতভম্ব মেমারি
