ইউনিফর্ম পড়ে ট্রাফিক সামলাচ্ছেন শেখ সইফুদ্দিন। বেগতিক দেখলে গাড়ি থামিয়ে চালকদের সচেতনতার পাঠও দিচ্ছেন। তবে ইনি ট্রাফিক পুলিশ নন, শেখ সইফুদ্দিন আসলে একজন ট্রাক চালক। কদিন আগে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বর্ধমান- আরামবাগ রোডে তাঁর লাইসেন্স বাজেয়াপ্ত করে পুলিশ। জরিমানাও দিতে হয় তাঁকে। তবে, এভাবে কী বেপরোয়া গতিতে লাগাম টানা যাবে? তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, শাস্তি হিসাবে সইফউদ্দিনকে চারদিন ট্রাফিক সামলাতে হবে।
advertisement
রায়নার সোহরাবাজারে ট্রাফিক পুলিশের ডিউটি করছেন সইফুদ্দিন। অভিনব এই শাস্তি পেয়ে খুশি তিনি, নিজের ভুলও বুঝতে পেরেছেন। ট্রাফিক আইন না মানলে এতদিন শুধু জরিমানা দিয়ে পার পেয়ে যেতেন অভিযুক্তরা। তবে, এই ব্যবস্থায় কাজ হবে বলেই মনে করছেন পুলিশ কর্তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2019 12:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ট্রাফিক আইন ভাঙার 'সাস্তি' হিসেবে ট্রাফিক সামলাচ্ছেন লরি চালক! দেখুন ভিডিও