TRENDING:

ট্রাফিক আইন ভাঙার 'সাস্তি' হিসেবে ট্রাফিক সামলাচ্ছেন লরি চালক! দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: সচেতনতার প্রচার সত্ত্বেও বেপরোয়া গাড়ি চালানোর ভুরি ভুরি অভিযোগ। গতিতে লাগাম টানতে এবার অভিনব শাস্তির বিধান বর্ধমান ট্রাফিক পুলিশের। টানা চারদিন রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সামলানোর দায়িত্ব দেওয়া হল অভিযুক্তকে।
advertisement

ইউনিফর্ম পড়ে ট্রাফিক সামলাচ্ছেন শেখ সইফুদ্দিন। বেগতিক দেখলে গাড়ি থামিয়ে চালকদের সচেতনতার পাঠও দিচ্ছেন। তবে ইনি ট্রাফিক পুলিশ নন, শেখ সইফুদ্দিন আসলে একজন ট্রাক চালক। কদিন আগে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বর্ধমান- আরামবাগ রোডে তাঁর লাইসেন্স বাজেয়াপ্ত করে পুলিশ। জরিমানাও দিতে হয় তাঁকে। তবে, এভাবে কী বেপরোয়া গতিতে লাগাম টানা যাবে? তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, শাস্তি হিসাবে সইফউদ্দিনকে চারদিন ট্রাফিক সামলাতে হবে।

advertisement

রায়নার সোহরাবাজারে ট্রাফিক পুলিশের ডিউটি করছেন সইফুদ্দিন। অভিনব এই শাস্তি পেয়ে খুশি তিনি, নিজের ভুলও বুঝতে পেরেছেন। ট্রাফিক আইন না মানলে এতদিন শুধু জরিমানা দিয়ে পার পেয়ে যেতেন অভিযুক্তরা। তবে, এই ব্যবস্থায় কাজ হবে বলেই মনে করছেন পুলিশ কর্তারা।

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ট্রাফিক আইন ভাঙার 'সাস্তি' হিসেবে ট্রাফিক সামলাচ্ছেন লরি চালক! দেখুন ভিডিও