‘পুজোর পাঁচটা দিন কোনও ডায়েট নয়, প্রাণ ভরে খাও লুচি নাড়ু সুজি’, সারা বছর ডায়েট করলেও দুর্গাপুজোর সময় ‘নো ডায়েট’ রচনার। একইসঙ্গে তিনি জানান, পুজো মানে শাড়ি একেবারে ‘মাস্ট’।
আরও পড়ুনঃ চা পাতা চুরির অভিযোগ, গায়েব হয়ে যাচ্ছে পরপর বস্তা! পুলিশের জালে খোদ সিভিক ভলেন্টিয়ার
গরমে ডাবের জল, ফল ও বেশি করে জল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন হুগলির সাংসদ। পঞ্চাশ পেরিয়েও ছিপছিপে থাকতে ডায়েট করেন, তাড়াতাড়ি ডিনার সেরে ফেলার কথা বলেছেন একাধিকবার। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বিষয়টা আলাদা। এই সময় ডায়েট ভুলে প্রাণ ভরে খাওয়াদাওয়া করবেন রচনা।
advertisement
অভিনেত্রী-সাংসদ এদিন বলেন, আমরা বাঙালি, পুজোর সময় শাড়ি পরব। শাড়িটাই সবথেকে ভাল মানায়। যেহেতু কালার থেরাপি করেন তাই বার অনুযায়ী রঙ হবে। বেশ কিছু দিন আগে রচনা হেয়ার স্টাইল বদল করেছেন। আগের লম্বা চুল ছোট করে লালচে আভা দিয়েছেন। পুজোয় লম্বা চুল না ছোট, সেই বিষয়ে হুগলির সাংসদ বলেন, এখন ছোট আছে আবার লম্বা হয়ে যাবে।