আরও পড়ুন: লিস্টে নাম ওঠা সত্ত্বেও ভোট দেওয়া হবে না কয়েক হাজার নতুন ভোটারের
আউশগ্রামের যাদবগঞ্জ গ্রামের চড়কমেলার মাঠে প্রতিবছর গাজনের মেলা বসে। চার পাঁচদিন ধরে ধর্মীয় অনুষ্ঠান হয়। বিভিন্ন জেলা এমনকী ভিন রাজ্যের আদিবাসীরা এই উৎসবে অংশ নেন ৷ সারারাত চলে অনুষ্ঠান ৷ কিন্তু সেখানেই ভিড়ের মাঝে হারিয়ে যায় সে ৷ সেই সময়ই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় দুই যুবক ৷ তাকে আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে বনের মধ্যে গণধর্ষণ করে ওই দুই অভিযুক্ত যুবক ৷
advertisement
আরও পড়ুন: ‘৯০০ বছর আগে খরার কারণেই ধ্বংস হয়েছিল সিন্ধু সভ্যতা’
ওই যুবতী জানিয়েছেন, “পরিচিত কাউকে দেখতে না পেয়ে ঘাবড়ে গিয়েছিলাম ৷ মেলার মাঠের ধারে বসেই কেঁদে ফেলেছিলাম। সেই সময় ওই দুই যুবক আমাকে আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেবে বলে মোটরবাইকে উঠতে বলে । কিন্তু আত্মীয়ের বাড়ির বদলে জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে আমাকে ধর্ষণ করে ওই দুই যুবক ৷’’
পুলিশ এসে ওই কিশোরীকে স্থানীয় ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান থেকে গভীর রাতে থানায় নিয়ে আসে। কিশোরী ধর্ষণের অভিযোগ করার পরে পুলিশ তাকে বাড়ি পৌঁছে দেয়।