TRENDING:

গাছের থেকে ছড়াচ্ছে ক্যানসার ! পাঁচশোর বেশি গাছে কোপ

Last Updated:

ক্যান্সারের গুজবে কোপ পড়ছে আফ্রিকান মেহগিনি গাছে। এলাকায় যা লম্বু গাছ নামে পরিচিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: গাছের থেকে ছড়াচ্ছে ক্যানসার! এই গুজবের জেরে কেটে ফেলা হল শ’য়ে শ’য়ে গাছ। আর্থিক ক্ষতির মুখে নার্সারির মালিক। নদিয়ায় তাহেরপুরের ঘটনা। গাছের থেকে ক্যানসার ছড়ানোর প্রশ্নই নেই। মত কৃষি বিশেষজ্ঞদের।
advertisement

বিশ্বজুড়ে উষ্ণায়নের কোপ। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজন সবুজায়ন। কিন্তু, নদিয়ার তাহেরপুরের জয়পুর গ্রামে চলছে সবুজ ধ্বংস। ক্যান্সারের গুজবে কোপ পড়ছে আফ্রিকান মেহগিনি গাছে। এলাকায় যা লম্বু গাছ নামে পরিচিত।

লম্বু গাছ থেকে ছড়াচ্ছে ক্যান্সার। তাহেরপুরের কলমবাগান পাড়ায় এমনই গুজব। গত চার বছরে চার হাজারের বেশি আফ্রিকান মেহগিনি গাছ লাগিয়েছিলেন নার্সারির মালিক। ভাল দামে বিক্রিও হয়েছিল। গুজবের জেরে এখন আর গাছ বিক্রি হচ্ছে না।

advertisement

কিন্তু, গাছই তো পরিবেশ রক্ষার মূল চাবিকাঠি।

- পূর্ব আফ্রিকায় এই গাছ প্রথম দেখা যায়

- দ্রুত বড় হওয়ায় কৃষিবন তৈরিতে ব্যবহার হয়

- (এই গাছের) কাঠে বাড়ি, আসবাব তৈরি হয়

- গাছের ছাল থেকে সর্দি-কাশির ওষুধ

- ত্বকের সমস্যায় বীজ থেকে তৈরি তেল ব্যবহার

বিক্রি বন্ধ। আর্থিক ক্ষতির মুখে গত কয়েকদিনে পাঁচশোর বেশি লম্বু গাছ কাটতে বাধ্য হয়েছেন নার্সারির মালিক। সবুজ নিধন বন্ধ করতে গ্রামে এখনই প্রয়োজন প্রচার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

একটি গাছ কাটলে, দশটি গাছ লাগাতে হবে। তবেই বাঁচবে পরিবেশের ভারসাম্য। রক্ষা পাবে মানব সভ্যতা। কিন্তু, গুজবের কোপে ধ্বংস হচ্ছে সবুজ। গুজবের পিছনে কি ব্যবসায়িক শত্রুতা? উঠছে সে প্রশ্নও।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গাছের থেকে ছড়াচ্ছে ক্যানসার ! পাঁচশোর বেশি গাছে কোপ