মুর্শিদাবাদের বেশিরভাগ মানুষ রেলপথের ওপরই নির্ভরশীল। নিত্যযাত্রী থেকে রেলহকার সাবই খুশি! ডিসেম্বর থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় পর্যটনের ওপরেও এর প্রভাব পড়ে। রেল হকার সুকুমার হালদার বলেন, 'ট্রেন চলাচল না করায় আমাদের বাসে করে যাতায়াত করতে হচ্ছিল। কাজের ক্ষতি হচ্ছিল। ট্রেন চলাচল শুরু হাওয়াই খুশি।' চাকরিজীবী সুজয় কুন্ডু বলেন, 'নাগরিকত্ব বিলের প্রতিবাদে যেভাবে স্টেশনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয় তাতে খুবই ক্ষতিগ্রস্ত হয় লালগোলা স্টেশন। রেল দপ্তর অতি দ্রুততার সঙ্গে কাজ করে আবার স্বাভাবিক করতে পেরেছে তার জন্য রেল দপ্তরকে ধন্যবাদ জানাতে হয়।'
advertisement
প্রাক্তন রেল প্রতিমন্ত্রী ও সাংসদ অধীর চৌধুরী বলেন, স্টেশনে আগুন, হোটেল পুরিয়ে দেয়া হলেও কারোর নামে কোনও অভিযোগ দায়ের করেনি রাজ্য সরকার। ট্রেন চলাচল যাতে স্বাভাবিক হয় তার জন্য রেল দপ্তরের কাছে বারে বারে অনুরোধ করেছিলাম। মুর্শিদাবাদের বেশিরভাগ মানুষই ট্রেনের উপরে নির্ভরশীল।