TRENDING:

হাওড়া মেন ও কর্ড লাইনে বিপত্তি, ব্যাহত ট্রেন চলাচল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: সোমবার সকালে হাওড়া মেন ও কর্ড লাইনে বিপত্তি ৷ হাওড়া-লিলুয়ার মাঝে পয়েন্ট ফেলিওর হওয়ায় সকাল ১০.৪৬ থেকে ট্রেন চলাচল ব্যাহত ৷ এর জেরে আটকে রয়েছে ডাউন দুন, বিভূতি এক্সপ্রেস ৷ বিভিন্ন স্টেশনে আটকে একাধিক লোকাল ট্রেন ৷ এর জেরে সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা ৷
advertisement

অন্যদিকে আন্দুল স্টেশনেও সিগন্যাল বিপত্তির জেরে দক্ষিণ-পূর্ব শাখায় ব্যাহত ট্রেন চলাচল ৷ আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত ৷ আন্দুলে অটোমেটিক সিগন্যালে সিস্টেম বোর্ডে বিপত্তি ৷ বোর্ডের সুইচ লক হয়ে বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাওড়া মেন ও কর্ড লাইনে বিপত্তি, ব্যাহত ট্রেন চলাচল