পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে দু’টি ব্যান্ডেলগামী ও একটি মেমারিগামী আপ ট্রেন বাতিল থাকবে এই এক মাস। এগুলির নম্বর ৩৭২১৩, ৩৭৬৫৫ এবং ৩৭২৪৭। ব্যান্ডেল থেকে কাটোয়াগামী (৩৭৭৪১), বর্ধমানগামী (৩৭৭৮১) ট্রেনও বাতিল থাকবে। এ ছাড়াও ৩৭২১৪ ও ৩৭২৫৬ ডাউন হাওড়া লোকাল ট্রেন এই এক মাস চলবে না। কাটোয়া থেকে ৩৭৭৪৬ ডাউন, বর্ধমান থেকে ৩৭৭৮৪ ডাউন এবং মেমারি থেকে ৩৭৬৫৬ ডাউন এক মাসের জন্য বাতিল থাকবে।
advertisement
প্রসঙ্গত, মে মাসের ২১ তারিখ রেল জানায়, বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল-শক্তিগড় শাখায় তিন নম্বর লাইন চালু হবে, চলবে ইন্টারলকিংয়ের কাজ। সে কারণে ২৭ মে শুক্রবার বিকাল তিনটে থেকে ৩০ মে সোমবার বিকেল তিনটে— অর্থাৎ ৭২ ঘণ্টা ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম এবং মগরা স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে দু’দিন ব্যান্ডেল স্টেশন সম্পূর্ণ বন্ধ থাকবে।
ABIR GHOSHAL