সবমিলিয়ে গার্ডদের বিক্ষোভে নজিরবিহীন অবস্থা হাওড়া স্টেশনে ৷ ট্রেনে টুলবক্স তোলার নয়া দায়িত্ব নিয়েই গন্ডগোলের সূত্রপাত ৷ আগে টুলবক্স বয়ে গার্ডদের কামরায় রেখে দিতেন পোর্টাররা ৷ এই টুলবক্সে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে আপতকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্ বেশ কিছু জিনিস থাকে ৷ যেমন-ট্রেন লাইনচ্যুত হলে বা বিদ্যুত সংোগ ছিন্ন হলে এই টুলবক্সে থাকা যন্ত্রপাতি কাজে লাগে ৷ সম্প্রতি রেল সিদ্ধান্ত নেয় গার্ডদের নিজেদেরই টুলবক্স বয়ে নিয়ে যেতে হবে ৷ রেলে এই সিদ্ধান্তের প্রতিবাদেই শুক্রবার রাত দেড়টা থেকে হাওড়া স্টেশনে কর্মবিরতিতে সামিল সমস্ত গার্ডেরা ৷
advertisement
সকাল থেকে হাওড়া-তারকেশ্বর ও হাওড়া-বর্ধমান রুটের দুটি লোকাল ট্রেন বাতিল হয়েছে ৷ বাকি যে কটি ট্রেন হাওড়া থেকে ছেড়েছে, তা চালিয়ে নিয়ে গিয়েছেন অ্যাসিসন্ট্যান্ট স্টেশন মাস্টার ও ইনস্পেকটররা ৷ স্টেশন সূত্রে খবর, গার্ডদের কর্মবিরতি অব্যাহত থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতিল হতে পারে আরও কিছু ট্রেন ৷