জানা যায়, বর্ধমান-পুরুলিয়া-বোকারো প্যাসেঞ্জার আসানসোল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম ছাড়ার পরই লাইনচ্যুত হয়ে যায়। অর্থাৎ মেন লাইন থেকে আদ্রা লাইনে যাওয়ার সময় হয় এই ঘটনাটি ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনটিকে ইয়ার্ডে নিয়ে চলে যায়। যাত্রীদের প্লাটফর্মে মানিয়ে দেওয়া হয়। পুরুলিয়া ও বোকার বা আদ্রা কিভাবে যাবেন, তা নিয়ে যাত্রীদের বিক্ষোভ শুরু হয় আসানসোল স্টেশনে। এরপর, রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, আসানসোল থেকে পুরুলিয়া যাওয়ার একটি প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে কিছুক্ষণের মধ্যে। অন্যদিকে এই ঘটনার জন্য আসানসোলগামী লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তার বদলে হাওড়া-ধানবাদ কোল্ডফিল্ড সুপারফাস্ট ট্রেনকে প্রত্যেক স্টেশনে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল।
advertisement
Dipak Sharma, Nayan ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2022 8:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Derailment: আসানসোল স্টেশনের কাছে লাইনচ্যুত বর্ধমান বোকারো প্যাসেঞ্জার