স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার ভোর পাঁচ’টা নাগাদ শান্তিপুর বাবলা বাইপাস এলাকায়, ১২ নম্বর জাতীয় সড়ক থেকে তীব্র শব্দ শুনতে পান স্থানীয়রা। তড়িঘড়ি ছুটে জান অনেকেই, তখনই দেখতে পান কলকাতা থেকে কৃষ্ণনগরগামী একটি লরির পেছনে একটি ছোট চারচাকা লরি অর্থাৎ ৪০৭ গাড়ি সজোরে ধাক্কা মেরে প্রায় অর্ধেক ঢুকে গিয়েছে। ঘটনাস্থলে প্রাণ হারাণ দুর্ঘটনার কবলে পড়া গাড়ির চালক-সহ বা,কি আরও দু’জন।
advertisement
আরও পড়ুনঃ শীত মানেই জুতোয় দুর্গন্ধ, সামান্য চা-পাতাতেই মুশকিল আসান! লোকলজ্জার চিরমুক্তি! জানুন ব্যবহার
দুটি লরিই কলকাতা থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল বলে সূত্রের খবর। স্থানীয়দের অনুমান, ঘন কুয়াশার কারণেই এই মর্মান্তিক প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। দেহ তিনটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে শান্তিপুর থানায়। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে আটক করা হয়।